স্পোর্টস ডেস্ক: উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামালো এভারটন। যদিও অনেক কষ্ট হয়েছে শক্তিশালী আর্সেনালের বিরুদ্ধে জয় পেতে। আর্সেনালের ভাগ্য খারাপ, অনেক লড়াই করেও ম্যাচ জিততে পারেনি। এভারটনের কাছে ১-০ গোলে হেরে থমকে গেছে তাদের জয়রথ। নতুন কোচ শন ডাইচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই শনিবার জয়ের স্বাদ পায় লিভারপুল শহরের দলটি। - গোল ডটকম
আর্সেনাল-এভারটন ম্যাচ শুরুর আগে গানারদের সহজ জয়ের সম্ভাবনাই হয়তো দেখছিল অনেকে। তবে লড়াই শুরু হতে পাল্টে যেতে থাকে ধারণা। বল দখলে আর্সেনাল একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে ভীতি ছড়াতে থাকে এভারটন। ৩২ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এভারটনের ডমিনিক ক্যালভার্ট-লুইন।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। তবে ৬০ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে আর্সেনালকে স্তব্ধ করে দেন জেমস তারকোভস্কি। ১-০ গোলের স্মরণীয় জয় পায় এভারটন। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ