স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটে অন্যতম তারকা ক্রিকেটার তিনি। দেশকে দিয়েছেন নেতৃত্বও। ১৯৯২ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরও। বা হাতি পেসার ওয়াসিম আকরাম ক্রিকেট ছেড়েছেন অনেক আগে। কিন্তু কখনো তিনি পাকিস্তানের হেড কোচ হওয়ার লড়াইয়ে নামেননি। ভয় একটাই, গালি খাওয়ার।
পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার পরবর্তীতে জড়িয়েছেন কোচিংয়ে। কিন্তু ওয়াসিম আকরাম এই পথে পা মাড়াননি। এক সাক্ষাতকারে ওয়াসিম আকরাম বলেছেন, ‘আমি সমালোচনায় ভয় পাই না। দল খারাপ করলে সমালোচনা মেনে নিব। কিন্তু পাকিস্তানে কোচ ও অধিনায়কের সমালোচনা যেভাবে হয়, সেটা অসহনীয়। তারা (কোচ-অধিনায়ক) অহেতুক সমালোচনার শিকারই হন না, তাঁদের রীতিমতো অসম্মান করা হয়। গালাগালি করা হয়।
কোচ না হলেও পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করে যেতে চান ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করে যেতে চাই। কিন্তু জাতীয় দলের কোচ হিসেবে অযথা গালি শুনতে প্রস্তুত নই।’
এসবি২