শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০৪ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের রাফায়েল

রাফায়েল ভারানে

স্পোর্টস ডেস্ক: লেন্স থেকে ২০১১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রাফায়েল ভারানে। তখন তিনি ১৭ বছরের এক প্রতিভাবান তরুণ। ২০১৩ সালে ফরাসিদের জার্সিতে অভিষেকের পর ৯৩ ম্যাচ খেলেছেন ভারানে। ডিফেন্ডার হয়েও করেছেন ৫ গোল। ২০১৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতার স্বাদ পান তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ ২০২২ বিশ্বকাপের ফাইনাল, যেখানে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারে ফ্রান্স।

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে। তবে এখনই ক্লাব ফুটবল ছাড়ছেন না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ইন্সটাগ্রামে এক পোস্টে বিদায়ের বার্তা দিয়ে ভারানে বলেন, এক যুগ মহান দেশের প্রতিনিধিত্ব করতে পারা জীবনের সবচেয়ে সম্মানের বিষয়। কয়েক মাস ধরে চিন্তা ভাবনার পরে মনে হয়েছে যে, জাতীয় দল থেকে সরে যাওয়ার এটাই সেরা সময়।

জাতীয় দলকে মিস করবেন জানিয়ে তিনি বলেছেন, তোমাদের সঙ্গে (সতীর্থ) কাটানো সময় অবশ্যই মিস করবো। তবে এটাও ঠিক, এটা নতুন প্রজন্মের কাধে দায়িত্ব দেওয়ার সময়। হৃদয় থেকে সকলকে ধন্যবাদ।

ক্লাব ফুটবলে প্রায় এক দশক খেলেছেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ পরাশক্তিদের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। মাদ্রিদের মায়া ছেড়ে ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেয়ার পর রাফায়েল ভারানের ধ্যান-জ্ঞান এখন রেড ডেভিলই। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়