শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরের আসরের বিপিএল নিয়ে দুর্ভাবনায় বিসিবি

নাজমুল হাসান পাপন এমপি

স্পোর্টস ডেস্ক: জুলাইতে (২০২২) বিপিএলের তিন আসরের প্রাথমিক সূচি চূড়ান্ত করেছিল বিসিবি। সেই সূচি অনুসারে, ২০২৪ সালের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য সময় ৬ জানুয়ারি এবং শেষ হওয়ার সম্ভাব্য সময় ১৭ ফেব্রুয়ারি। তবে আগামী বছরের আসরের জন্য উপযুক্ত দিনক্ষণ নির্ধারণে দুর্ভাবনায় পড়েছেন তারা। একটি ফাকা সময়  খুজে পেলেও বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য বিপিএলের মাঝে থাকতে পারে বিরতি।

সোমবার (৩০জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাজমুলের কাছে প্রশ্ন রাখা হয় বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়ে। জবাব দিতে গিয়ে পরের আসরের দিনক্ষণ নিয়ে দুর্ভাবনার কথা জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান বলেন, আমাদের সব সময় ইচ্ছা আরও বেশি জায়গায় (বিপিএলের খেলা) দেওয়ার। সমস্যাটা হয় কী, একটা জিনিস বুঝতে হবে, আমাদের এফটিপি (ভবিষ্যৎ সফরসূচি) তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চারটা দিন বের করার কোনো সুযোগ নেই। একটা ভেন্যু বাড়ানো মানেই আরও চার দিন নেই। দুই দিন করে আসা-যাওয়া চার দিন। আরো একটা (ভেন্যু) বাড়ালে আট দিন লাগবে। সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখন খুজে পাচ্ছি না, স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাড়িয়েছে। একটা পেয়েছি কিন্তু মাঝে বিরতি দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সব তো নির্বাচনে থাকবে। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়