শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরের আসরের বিপিএল নিয়ে দুর্ভাবনায় বিসিবি

নাজমুল হাসান পাপন এমপি

স্পোর্টস ডেস্ক: জুলাইতে (২০২২) বিপিএলের তিন আসরের প্রাথমিক সূচি চূড়ান্ত করেছিল বিসিবি। সেই সূচি অনুসারে, ২০২৪ সালের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য সময় ৬ জানুয়ারি এবং শেষ হওয়ার সম্ভাব্য সময় ১৭ ফেব্রুয়ারি। তবে আগামী বছরের আসরের জন্য উপযুক্ত দিনক্ষণ নির্ধারণে দুর্ভাবনায় পড়েছেন তারা। একটি ফাকা সময়  খুজে পেলেও বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য বিপিএলের মাঝে থাকতে পারে বিরতি।

সোমবার (৩০জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাজমুলের কাছে প্রশ্ন রাখা হয় বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়ে। জবাব দিতে গিয়ে পরের আসরের দিনক্ষণ নিয়ে দুর্ভাবনার কথা জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান বলেন, আমাদের সব সময় ইচ্ছা আরও বেশি জায়গায় (বিপিএলের খেলা) দেওয়ার। সমস্যাটা হয় কী, একটা জিনিস বুঝতে হবে, আমাদের এফটিপি (ভবিষ্যৎ সফরসূচি) তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চারটা দিন বের করার কোনো সুযোগ নেই। একটা ভেন্যু বাড়ানো মানেই আরও চার দিন নেই। দুই দিন করে আসা-যাওয়া চার দিন। আরো একটা (ভেন্যু) বাড়ালে আট দিন লাগবে। সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখন খুজে পাচ্ছি না, স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাড়িয়েছে। একটা পেয়েছি কিন্তু মাঝে বিরতি দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সব তো নির্বাচনে থাকবে। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়