শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:০৪ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা আক্তার

স্বর্ণা আক্তার

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ঘোষিত একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাট হাতে আলো ঝড়ানো স্বর্ণা আক্তার। একাদশে সর্বোচ্চ তিনজন করে সুযোগ পেয়েছে ভারত এবং ইংল্যান্ড থেকে।

একজন করে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে। এছাড়া পাকিস্তানের একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। সোমবার (৩০ জানুয়ারি) এই একাদশ ঘোষণা করে আইসিসি। 

বাংলাদেশের মেয়েদের দলীয় পারফরম্যান্সে এবারের বিশ্বকাপে বেশি সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। মেয়েদের প্রথম এই বিশ্বকাপে স্বর্ণা ১৫৭.৭২ স্ট্রাইকরেটে ৫ ম্যাচে করেছেন ১৫৩ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ছক্কাও এসেছে স্বর্ণার ব্যাট থেকে। 

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়