শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বেলারুশ কন্যা সাবালেঙ্কা 

আরিনা সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক: বছরের প্রথম টেনিস গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের শিরোপা জিতেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। এটি ২৪ বছর বয়সী সাবালেঙ্কার প্রথম একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এমনকি এর আগে কখনও ফাইনালেও ওঠেনি সাবালেঙ্কা। বেলারুশ খেলোয়াড় কাজাখস্তানের এলেনা রাইবাকিনার বিরুদ্ধে প্রথম সেট হেরে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। বিশ্বের ২ নম্বর সাবালেঙ্কা ম্যাচটি ২ ঘন্টা ২৮ মিনিটে জিতেছেন।

উইম্বলডন ২০২২ চ্যাম্পিয়ন আরিনা রাইবাকিনা ম্যাচের প্রথম সেট ৬-৪ জিতেছিলেন। কিন্তু সাবালেঙ্কা দ্বিতীয় সেট ৬-৩ জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন তিনি। শেষ পর্যন্ত সাবালেঙ্কা ম্যাচটি জিতে নেন। খেলার ফল ছিল ৪-৬, ৬-৩, ৬-৪। শেষ সেট জিততে কঠোর পরিশ্রম করতে হয়েছে ৫ম বাছাই খেলোয়াড়কে। রাইবাকিনা চার ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন সাবালেঙ্কা।

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ এর সময় আরিনা সাবালেঙ্কা মাত্র একটি সেট হেরেছিলেন। সেটাও ফাইনাল ম্যাচেই। এর আগে সবকটি ম্যাচ জিতেছিলেন মাত্র দুই সেটে। সেমিফাইনালে সাবালেঙ্কা পোল্যান্ডের মাগদা লিনেটকে পরাজিত করেছিলেন। গত বছর সাবালেঙ্কা ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছালেও সেখানে হেরে যান। যদিও সাবালেঙ্কা দুইবার মহিলা ডাবলসের গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব


এলআরবি/এসবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়