শিরোনাম
◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০২:২৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসছে না মেসিসহ আর্জেন্টিনা, বাফুফের পিছুটান 

বাফুফের পিছুটান 

স্পোর্টস ডেস্ক: আগামী জুনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে জুনে বাংলাদেশে আনার চেষ্টার কথা সংবাদমাধ্যমকে বলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গত ১৮ জানুয়ারি প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানোর বিজ্ঞপ্তিও পাঠিয়েছিল ফেডারেশন। পরে অবশ্য ব্রিফিং বাতিলের খাতায় ঠেলে দুঃখপ্রকাশ করে। শেষ পর্যন্ত মেসিদের ঢাকায় আনার প্রক্রিয়া আপাতত বন্ধ।

ব্রিফিং বাতিলের পর আরেক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে। আর্জেন্টিনাকে ফিফা উইন্ডোতে আনার জন্য সব চেষ্টাই করা হয়েছে। যদিও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে চ্যানেল আই অনলাইনকে বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে, মেসিদের আসার সম্ভাবনা নেই বললেই চলে।  

মেসিদের আসার খবরে এদেশের আর্জেন্টাইন সমর্থকদের মন নড়েচড়ে বসেছিল। গত ৯ জানুয়ারি বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন যখন বলেছিলেন, আর্জেন্টিনাকে আনার পরিকল্পনা চলছে। গতবার যখন এসেছিল তখন তিন মিলিয়ন ডলারের মতো খরচ হয়েছিল। এবার ছয় থেকে সাত মিলিয়ন ডলার খরচ হতে পারে। 

অবশ্য খরচের পরিমাণ নিয়েও প্রশ্ন উঠেছিল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে থাকা বাংলাদেশের ফুটবলের উন্নতিতে মেসিদের সফর আদৌ কোনও প্রভাব ফেলবে কিনা, এমন আলোচনাও ছিল সমালোচনাকারীদের। সাম্প্রতিক ডলার সঙ্কটকে সামনে এনেছেন অনেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন ধরেই সবধরনের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশ দিচ্ছেন জোরালভাবে। গত মঙ্গলবারও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একই নির্দেশ দিয়েছেন। ডলার সঙ্কট এড়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল খোলার কথা গত ডিসেম্বরে জানায় সরকার। দেশে ডলারের এমন পরিস্থিতিতে আর্জেন্টিনাকে আনা কতটা যুক্তিসঙ্গত- সেই প্রশ্ন ডালপালা মেলছিলো।

লিওনেল স্কালোনির বিশ্বজয়ী দলের বাংলাদেশে এসে ম্যাচ খেলার পথে রয়েছে আরেকটি বাধা। দুবছর আগে প্রায় ৯৮ কোটি টাকা বাজেট বরাদ্দ রেখে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। এ বছরের জুনে কাজ শেষের কথা থাকলেও বাজেট স্বল্পতায় অনিশ্চিত হয়ে পড়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা বলেছেন, নির্ধারিত সময়ের ভেতর কোনও ভাবেই স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করা সম্ভব নয়। বরাদ্দকৃত বাজেটের ভেতর ২০২১-২২ অর্থবছরে ২৪ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছিল। চলতি অর্থবছরে ১০ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। এরমধ্যে সাড়ে ৪ কোটি টাকা পাওয়ার অপেক্ষা। অর্থাৎ, ৩৪ কোটি টাকায় পুরো কাজ শেষ করা যাবে না। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়