শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলের ভেতর স্ত্রীকে পাচ্ছেন দানি আলভেস

দানি আলভেস

স্পোর্টস ডেস্ক: নতুন বছরের শুরুতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়ে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের নাম। কাতালুনিয়ান এক নারীকে যৌন হয়রানি করার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ফুটবলার ছিলেন তিনি। বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। সেখানে গিয়েই বাধে বিপত্তি।

অভিযোগ আছে, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে, এক নারীকে যৌন হয়রানি করেন আলভেস। পরে সেই নারী বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করায় আলভেস নাইট ক্লাব ত্যাগ করেন। যা নিয়ে তদন্ত শুরু করে বার্সেলোনা পুলিশ। আপাতত জেলে বন্দি আলভেস। ব্রাজিলের এ ফুটবলার পালিয়ে যেতে পারেন, এ ভাবনা থেকে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন। তবে এমন কঠিন অবস্থায় নিজের স্ত্রীকে সাথে পেলেন আলভেস।

ইনস্টাগ্রামে হাতে হাত রাখার একটি ছবি পোস্ট করে তার স্ত্রী জোয়ানা সানজ লিখেছেন, একসঙ্গে। মায়ের মৃত্যু ও আলভেজের গ্রেফতার হওয়া তার জীবনকে ওলট-পালট করেছে। সে জন্য লিখেছেন, জীবনের দুটি স্তম্ভই হারিয়েছি। গত বছর সানজের মায়ের শরীরে টিউমার ধরা পড়ে। গত সপ্তাহে মাকে হারান তিনি।

এদিকে আলভেস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু আমি এমন কোনো কাজ করিনি। যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি নাচতে ভালোবাসি।’ সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়