শিরোনাম
◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে ◈ পাহাড়ে নতুন এক বাংলাদেশ! দুই-তিনদিনের পথ এখন পাড়ি দিচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় বছর পর রোববার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ

লিটন দাস ও রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদক: ছয় বছর পর ঘরের মাঠে রোববার (৪ ডিসেম্বর) ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে পারলেন না টাইগার অধিনায়ক লিটন দাস।

শুধু বললেন  সিরিজটা বেশ কঠিন হবে। আমাদের চেষ্টা থাকবে ভারতের বিরুদ্ধে ভালো খেলার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের খেলার প্রশংসা করে বললেন, হোম সিরিজে ভীষণ ভালো খেলে বাংলাদেশ দল। আমার মনে হয়, এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

নিজ মাঠ আর দর্শকদের সমর্থনে এগিয়ে থাকবে লাল-সবুজের দল। হোম গ্রাউন্ডে অলরাউন্ড পারফরমেন্স করার লক্ষ্য নিয়ে  রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে লিটনবাহিনী। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে  টি স্পোর্টস ও গাজী টেলিভিশন।
২০১৫ সালে শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে যা ছিল টাইগারদের একমাত্র সিরিজ জয় ।

ইনজুরিতে পড়া তামিম ইকবালের জায়গায়  এবারের  সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার  লিটন দাস। বিশেষ করে হোম কন্ডিশনে খেলা হওয়ায় ২০১৫ সালের পারফরমেন্সের পুনরাবৃত্তি  ঘটাতে না পারার কোন কারণ দেখছেন না   লিটন।

তিনি বলেন, ভারত খুব ভালো দল এবং অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকার কারণে তারা শক্তিশালী। কিন্তু আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন কিছুই ঘটতে পারে। আমি মনে করি, আমাদের  ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী। এছাড়া ভালো বোলিং এবং ফিল্ডিং ইউনিট আমাদের রয়েছে।  তাদের হারাতে না পারার  কোন কারণ নেই। তবে এজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়