শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে ৬ নতুন ব্যবস্থা গ্রহণ ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০২:৫২ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে: তিতে

কোচ তিতে

স্পোর্টস ডেস্ক: নেইমারকে ছাড়াই বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় ব্রাজিল। নেইমারকে ছাড়া জয় যেমন স্বস্তির তেমনি তারকা এই ফুটবলারকে ছাড়া বড় ব্যবধানে জিততেও ব্যর্থ হয় সেলেসাওরা। চোটের কারণে সুইজারল্যান্ড ম্যাচে ছিলেন না নেইমার। নেইমারের অভাব মাঠে অনুভব হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ তিতে। চ্যানেল২৪ 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ তিতে জানান, নেইমারকে ব্রাজিল দল মিস করেছে এবং নেইমারের স্কিল অন্য যে কোন ফুটবলারের চেয়েও আলাদা। তবে দলের বাকি ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে বলে মনে করেন তিনি। 
তিতে বলেন, নেইমারের স্কিল একদম আলাদা। সে অসাধারণ মুহূর্ত উপহার দিতে পারে, একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই স্কিল আছে। দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি।

ব্রাজিলের কোচ তিতের সাথে সুর মিলিয়ে দলের ডিফেন্ডার মার্কুইনহস জানান, নেইমার এমন একজন ফুটবলার যিনি কঠিন মুহূর্তে দায়িত্ব নিয়ে সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়