শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের রিচার্লিসনের প্রেমে মজেছেন সেই টিনেজ সুন্দরী

টিনেজ সুন্দরী ও রিচার্লিসন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে তারকার সম্মান পাচ্ছেন ব্রাজিলের রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুই গোলই করেন রিচার্লিসন। আর বাইসাইকেল কিক থেকে আদায় করা দৃষ্টিনন্দন গোলটির চর্চা চলছে এখনও।

এবার এক ব্রাজিলিয়ান সুন্দরীর সঙ্গে জড়িয়ে শিরোনামে তার নাম। ব্রাজিল স্ট্রাইকারের সাফল্যের পিছনে রয়েছেন ওই টিনেজ সুন্দরী। যদিও তার সঙ্গে আলাপ নেই রিচার্লিসনের। এত দিন রিচার্লিসন অনুসরণ করতেন তাকে। এ বার তিনিই ব্রাজিল স্ট্রাইকারের প্রেমে পড়েছেন। মানবজমিন

ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যামের এই ফুটবলারের অনুপ্রেরণা ১৭ বছরের কিশোরী ক্যাট ডান্টাস। টিকটক খ্যাত ব্রাজিলিয়ান কিশোরী সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পরিচিত। নানা রকম অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করেন তিনি। ইউটিউবে ক্যাট ডান্টাসের ফলোয়ারের সংখ্যা প্রায় ১২ লক্ষ। আর টিকটকে ২১ লক্ষ। সেই তালিকায় রয়েছেন রিচার্লিসনও। ক্যাটের

অনুপ্রেরণামূলক ভিডিও দেখেন নিয়মিত। ছন্দে না থাকলে বা কোনও ম্যাচে খারাপ খেললে বাড়ি ফিরে ক্যাটের ভিডিও দেখে, তার কথা শুনে নিজেকে পরের ম্যাচের জন্য উদ্বুদ্ধ করেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। 

সেই ক্যাট মুগ্ধ সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লিসনের জোড়া গোল দেখে। ম্যাচ চলাকালীনই টিকটকে তিনি বলেছেন, রিচার্লিসন ভীষণভাবে আমার নিজের। আমি ওকে বিয়ে করতে চাই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, রিচার্লিসনের ছবি আমার ফোনের ওয়ালপেপার করছি। ওর নাচের ছবিও রাখবো ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে। আমি ওকে ভালবাসি। ক্যাট জানতেন না রিচার্লিসন রয়েছেন তার ফলোয়ারদের মধ্যে। 

অন্যদের থেকে বিষয়টি জেনে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। ক্যাট বলেছেন, হে ঈশ্বর, রিচার্লিসনও আমাকে অনুসরণ করে তোমাকে অনেক ধন্যবাদ। রিচার্লিসনের খেলায় এতটাই মজেছেন ক্যাট যে তড়িঘড়ি কাতার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়