শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ ও সাকিবের গায়ানা

ক্রিকেট ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আজ রাত আটটায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। একই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আরব আমিরাত সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম খেলায় বলার মত দাপট দেখাতে না পারলেও আজকের খেলায় ভালো কিছু করে দেখাতে চায় বাংলাদেশ। 

রোববার আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল বাংলাদেশ। শেষমেশ জয় পেলেও ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতা কিংবা পেসারদের ছন্নছাড়া বোলিং থেকে মুক্তি পায়নি টাইগাররা। আরেকটু এদিক-সেদিক হলে ম্যাচটি হেরেও যেতে পারতো বাংলাদেশ।

অবশ্য চাপের মুখে ম্যাচ বের করে আনার মধ্যে ইতিবাচকতা খুঁজে নিচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় পাওয়ায় দলের পরিবেশ এখন বেশ ভালো বলে জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আমিরাত সফরে শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

অপর দিকে সিপিএলে যোগ দিয়ে সাকিব প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিলেও ব্যাট হাতে দুই ম্যাচে আউট হন প্রথম বলে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান তিনি। ব্যাটিংয়ে ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে ২০ রানে ৩ উইকেট ও ফিল্ডিংয়ে একটি রানআউট করে পরিপূর্ণ অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি।

সেই ধারা বজায় রেখে বার্বাডোজের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বল হাতে নেন ১২ রানে ১ উইকেট। পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সহজ জয়ে এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতলে ফাইনালে উঠে যাবে সাকিবের গায়ানা। হারলেও থাকছে দ্বিতীয় সুযোগ। সেক্ষেত্রে জ্যামাইকা তালাওয়াজ ও সেইন্ট লুসিয়া কিংসের মধ্যকার এলিমিনেটের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়