শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ ও সাকিবের গায়ানা

ক্রিকেট ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আজ রাত আটটায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। একই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আরব আমিরাত সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম খেলায় বলার মত দাপট দেখাতে না পারলেও আজকের খেলায় ভালো কিছু করে দেখাতে চায় বাংলাদেশ। 

রোববার আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল বাংলাদেশ। শেষমেশ জয় পেলেও ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতা কিংবা পেসারদের ছন্নছাড়া বোলিং থেকে মুক্তি পায়নি টাইগাররা। আরেকটু এদিক-সেদিক হলে ম্যাচটি হেরেও যেতে পারতো বাংলাদেশ।

অবশ্য চাপের মুখে ম্যাচ বের করে আনার মধ্যে ইতিবাচকতা খুঁজে নিচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় পাওয়ায় দলের পরিবেশ এখন বেশ ভালো বলে জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আমিরাত সফরে শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

অপর দিকে সিপিএলে যোগ দিয়ে সাকিব প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিলেও ব্যাট হাতে দুই ম্যাচে আউট হন প্রথম বলে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান তিনি। ব্যাটিংয়ে ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে ২০ রানে ৩ উইকেট ও ফিল্ডিংয়ে একটি রানআউট করে পরিপূর্ণ অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি।

সেই ধারা বজায় রেখে বার্বাডোজের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বল হাতে নেন ১২ রানে ১ উইকেট। পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সহজ জয়ে এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতলে ফাইনালে উঠে যাবে সাকিবের গায়ানা। হারলেও থাকছে দ্বিতীয় সুযোগ। সেক্ষেত্রে জ্যামাইকা তালাওয়াজ ও সেইন্ট লুসিয়া কিংসের মধ্যকার এলিমিনেটের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়