স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন মাহেলা জয়াবর্ধনে। এই ফ্র্যাঞ্চাইজির আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
তিনি এখন মুম্বাইয়ের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স। ক্রিকফ্রেঞ্জি
মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। একই মালিকানার অন্তর্গত আছে আরও দুটি দল।
একটি আরব আমিরাত প্রিমিয়ার লিগের আইএলটি-টোয়েন্টি মুম্বাই এমিরেটস, আরেকটি সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের (এসএটি২০) মুম্বাই কেপটাউন ফ্র্যাঞ্চাইজি।
তিনটি দলই দেখভাল করবেন জয়াবর্ধনে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।
জয়াবর্ধনের সঙ্গে পদোন্নতি হয়েছে জহির খানেরও। ভারতের সাবেক এই ফাস্ট বোলার আগে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ছিলেন। বর্তমানে মুম্বাইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট পদে নিযুক্ত হয়েছেন।
জয়াবর্ধনের নির্দেশনায় থেকে তিন লিগে মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখভাল করবেন তিনি। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএলটি-২০ ও এসএটি-২০।
এর কয়েক মাস পরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএল।
তিনটি ভিন্ন লিগে মুম্বাইয়ের তিনটি দলই যেন ভালো পারফর্ম করে এ কারণেই করা হয়েছে এই রদবদল। সম্পাদনা: এল আর বাদল