শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পর দেশের কঠিন কাজ করছেন ভারতীয় ক্রিকেট দ‌লের কোচ গৌতম গম্ভীর : শশী থারুর 

‌স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্বকে ‘প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে কঠিন কাজ’ বলে আখ্যা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

গত বুধবার (২১ জানুয়া‌রি) নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে নতুন ভিসিএ স্টেডিয়ামে গম্ভীরের সঙ্গে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৈঠকের একটি ছবি পোস্ট করে থারুর গম্ভীরকে তাঁর ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা ও আন্তরিক আলোচনা দারুণ উপভোগ করেছি। প্রধানমন্ত্রীর পর ভারতে সম্ভবত সবচেয়ে কঠিন কাজটি তাঁরই!

থারুর গম্ভীরের উপর থাকা প্রবল চাপ ও প্রতিদিনের জনসমালোচনার কথাও তুলে ধরেন। তাঁর কথায়, ‘প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তবু তিনি শান্ত থাকেন এবং নির্ভীকভাবে এগিয়ে চলেন।--- আজকাল

গম্ভীরের নেতৃত্বগুণেরও প্রশংসা করেন বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, গম্ভীরের নেতৃত্ব নীরব হলেও দৃঢ় ও কার্যকর। পাশাপাশি ভারতের আসন্ন সাদা বলের মরশুমের জন্য তাঁকে শুভেচ্ছাও জানান থারুর।

পোস্টে তিনি যোগ করেন, ‘তাঁর নীরব দৃঢ়তা ও দক্ষ নেতৃত্বের জন্য একরাশ প্রশংসা। সাফল্য কামনা করি।’ থারুরের এই পোস্টের জবাবে গৌতম গম্ভীরও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ। সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত ‘অসীম ক্ষমতা’ নিয়ে সত্য ও যুক্তি স্পষ্ট হবে। ততদিন পর্যন্ত, নিজের দলের সেরাদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানো হচ্ছে দেখে আমি মজা পাচ্ছি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়