শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো ভারতীয় দল, পা‌চ্ছে না তিলক বর্মা‌কে

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি শুরু হওয়া সিরিজের শেষ ওয়ানডে ১৮ তারিখ। এরপরই কুড়ি কুড়ি মিশন। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২১ জানুয়ারি এবং শেষ ৩১ তারিখ। এরপর শুরু ভারতের বিশ্বকাপ মিশন। আগামী ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া বৈশ্বিক টুর্নামেন্টের আগে দুঃসবাদ পেল ভারত। ---- টি স্পোর্টস

জানা গেছে, ভারতের টি টোয়েন্টি দলের তারকা ব্যাটার তিলক বর্মা টেস্টিকুলার টরশনজনিত সমস্যা কারণে অস্ত্রোপচার করিয়েছেন। যে কারণে সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। এমনকী পরের দুটি ম্যাচে তিলকের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

আজ ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিলক এবং শুক্রবার হায়দরাবাদ ফেরার জন্য ফ্লাইটে উঠবেন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং সুস্থতার পথে।

সাধারণত টেস্টিকুলার টরশনজনিত অস্ত্রোপচারের পর রোগীকে সেরে উঠতে দুই সপ্তাহের মতো লেগে যায়। তবে বয়স বেধে সময় কম-বেশি হতে পারে। তিলক যেহেতু দলের গুরুত্বপূণ ব্যাটার, নিশ্চয়ই তাঁর পূর্ণ সুস্থতার জন্য অপেক্ষা করবে দল।

ভারতের হয়ে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত সময় কাটিয়েছেন ২৩ বছর বয়সী তিলক। দুটি ফিফটি পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও তার ব্যাটে হাসি লক্ষ্য করা গেছে। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডিগ্রামের বিপক্ষে খেলেছেন ১০৯ রানের ঝলমলে ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিলকের এই সংবাদ ভারতের জন্য অবশ্যই সতর্কবার্তা। যথাসময়ে তিনি যদি সুস্থ হয়ে না ওঠেন তবে ভুগতে হবে কুড়ি কুড়ি বিশ্বকাপের আয়োজক দেশকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়