স্পোর্টস ডেস্ক : জয় যেন নোয়াখালী এক্সপ্রেসের কাছে পরম আরাধ্য। চলমান বিপিএলে এখন অব্দি জয়ের দেখা পায়নি দলটি। টানা ছয় ম্যাচে হারলো তারা। এবার তাদের বিপক্ষে জয়ী দল- রাজশাহী ওয়ারিয়র্স।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে নোয়াখালী। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। পদ্মা পাড়ের দলটির হয়ে ৩৫ বলে ৬০ রানের ইনিংস খেলে জয়ের নায়ক মোহাম্মদ ওয়াসিম। ---- ডেইলি ক্রিকেট
এদিন টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল নবাগত দলটি। সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপু মিলে ওপেনিং জুটিতে তোলেন ৫৭ রান। ২৮ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে দীপু ফিরলে ভাঙে সেই জুটি।
তবে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য। চলমান বিপিএলে সৌম্যর এটি প্রথম অর্ধশতক। ৪৩ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করেছেন নোয়াখালী ওপেনার। ২৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী। রাজশাহীর হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন রিপন মন্ডল।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে রাজশাহী। তবে বড় ইনিংস খেলতে পারেননি তানজিদ হাসান তামিম। ২০ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ২১ রান। তবে চলমান বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ওয়াসিম ঠিকই পেয়েছেন ফিফটির দেখা। ৩৫ বলে ৪টি করে বাউন্ডারি ও ছক্কায় ৬০ রান করেছেন রাজশাহীর এ ওপেনার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি।
শান্ত পারেননি বড় ইনিংস খেলতে। মেহেদী হাসান রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৩ বলে ১ রান। তবে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। উইকেট কিপার এ ব্যাটার করেছেন ২২ বলে ১৯ রান। শেষের দিকে ১৮ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে রাজশাহীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রায়ান বার্ল।
নোয়াখালীর হয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা।