শিরোনাম
◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী টি-‌টো‌য়ে‌ন্টি  বিশ্বকা‌পের (২০২৬ সাল) আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। চমক হয়ে এসেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির না থাকা। 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন তারকা ক্রিকেটার ছাড়াও দলে জায়গা হয়নি পেসার হারিস রউফের। 

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার কারণে এই চার ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফে। অভিষেকের অপেক্ষায় আছেন এই ক্রিকেটার। দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। আর অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলি আগা।

জানুয়ারি ডাম্বুলায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। ৯ ও ১১ জানুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে এখানেই। একমাস আগেই তাই নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। 

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে পাকিস্তান। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। 

পাকিস্তান দল : সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়