স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এসেছেন টাইগার এ পেসার। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন কাটার মাস্টার।
আইএল টি-টোয়েন্টি খেলার জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি পেয়েছিলেন মুস্তাফিজ। ফ্র্যাঞ্জাইজি এ টুর্নামেন্টে বেশ দারুণ বোলিং করেছেন তিনি। তবে এনওসির কারণে চলে আসতে হয়েছে তাকে। --- ডেইলি ক্রিকেট
মুস্তাফিজ চলে আসায় তার বদলি নিয়েছে দুবাই ক্যাপিটালস। টাইগার এ পেসারের বিকল্প হিসেবে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে দলটি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই।
সানাকে নেওয়ার বিষয়ে তারা বলেছে, 'আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিলেন আমাদের জিএসএল তারকা (গ্লোবাল সুপার লিগ) করিম সানা।’
আইএল টি-টোয়েন্টিতে বেশ ছন্দে ছিলেন মুস্তাফিজ। চলে আসার আগে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।
এদিকে চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। আগামী ২৯ তারিখ নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তার দল।