শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:১৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএল টি-টোয়েন্টি: বল হাতে দুর্দান্ত সাকিব, হয়েছেন ম্যাচ সেরাও

আইএল টি-টোয়েন্টিতে রোববার (২১ ডিসেম্বর) দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে বল হাতে মাত্র ১৪ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভাইপার্সের বিপক্ষে জয় পেয়েছে সাকিবের দল এমিরেটসও।

আগে ব্যাট করতে নামা ডেজার্ট পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৫ রান। পাওয়ারপ্লে শেষেই বল হাতে নেন সাকিব। ৭ম ওভারে এসে খরচ করেন মাত্র ৫ রান, নিজের প্রথম ওভারেই পেয়ে যান উইকেটের দেখাও। ১৩ বলে ১৩ রান করা ওপেনার ফখর জামানকে সাজঘরে ফেরান সাকিব। 

৯ম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট নেন সাকিব। এই ওভারে তিনি খরচ করেন মাত্র ৩ রান, ফিরিয়েছেন ৪ বলে ৪ রান করা স্যাম কারানকে। ২ ওভার শেষে ৮ রান দিয়ে সাকিবের ঝুলিতে তখন জোড়া উইকেট। ১১তম ওভারে এসে আর উইকেট তুলতে পারেননি সাকিব। এই ওভারেও দিয়েছেন মাত্র ৩ রান। 
 
এরপর নিজের শেষ ওভার করতে ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব, এই ওভারেও দিয়েছেন মাত্র ৩ রান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন সাকিব। 

ডেজার্টের হয়ে মাঝে ১৮ বলে ১৪ রান করেছেন জেসন রয়। ১৯ বলে ১৩ রান করেন হাসান নওয়াজ। এছাড়া ৩৪ বলে ৩৫ রান করে টিকে ছিলেন ড্যান লরেন্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করায় ডেজার্ট।  

এমআই এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং জাহুর খান। ১টি করে উইকেট নিয়েছেন আরব গুল এবং এএম গাজানফার।

জবাবে ভাইপার্স বোলারদের বোলিং তোপে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে এমিরেটস। তবে সঞ্জয় কৃষ্ণমূর্তির ২১, এবং শেষ দিকে সাকিব ও পোলার্ডের ব্যাটে সহজ জয় পায় তারা। 

এমিরেটসের অধিনায়ক পোলার্ড খেলেন ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস। সাকিব আল হাসান ১৭ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিবের এমিরেটস, ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভাইপার্স।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়