অবশেষে ট্রফিটা সঙ্গী পেল। সেই ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিলেন পাকিস্তানের যুবারা। সেবার ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এরপর এক যুগ কেটে গেছে, কিন্তু যুবাদের মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফিতে চুমু এঁকে দেওয়া আর হয় না পাকিস্তানের ক্রিকেটারদের।
সুযোগ অবশ্য ছিল তাদের সামনে। ২০১৩-১৪ ফাইনালে ভারতের কাছে হারার ২০১৭ সালে পরাজিত হয় আফগানিস্তানের কাছে।এবার আর খালি হাতে ফেরেনি পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল পরাজয়ের স্বাদ দিয়েছে তারা।
আজকের জয়ে এবারের গ্রুপ পর্বের সঙ্গে ভারতের কাছে অতীতের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতকে। সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়নরা সর্বশেষবার বাংলাদেশের কাছে হেরেছিল।