স্পোর্টস ডেস্ক : টম ল্যাথাম ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড়ে উঠেছিল নিউ জিল্যান্ড।
এবার দ্বিতীয় ইনিংসেও এই দুই বাঁহাতি ব্যাটার শতক হাঁকিয়ে নাম তুলেছেন ইতিহাসের পাতায়। প্রথম শ্রেণি ক্রিকেটের ইতিহাসে তারাই প্রথম ওপেনিং জুটি যারা কোনো ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। --- অলআউট স্পোর্টস
রোববার মাউন্ট মঙ্গানুইয় টেস্টের চতুর্থ দিন ল্যাথাম-কনওয়ের বিশ্বরেকর্ড গড়ার দিনে আগ্রাসী ব্যাটিংয়ে ২ উইকেটে ৩০৬ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। ৪৬২ রানের লক্ষ্য তাড়ায় ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে ক্যারিবিয়ানরা।
প্রথম ইনিংসে ২২৭ রান করা কনওয়ে এদিন ফেরেন ১০০ রান করে। আর প্রথম ইনিংসে ১৩৭ রান করা অধিনায়ক ল্যাথাম এবার করেন ১০১ রান। টেস্ট ইতিহাসে এই নিয়ে চতুর্থবারের মতো এক ম্যাচে একই দলের দুইজন ব্যাটার জোড়া সেঞ্চুরির দেখা পেলেন।
সবশেষ ২০২৪ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে এই কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের শুরুটা ছিল ধীর। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির পর রান তোলায় গতি বাড়ান ল্যাথাম ও কনওয়ে। ১৩৬ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন কনওয়ে।
এরই সঙ্গে এক টেস্টে নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। আর টেস্ট ইতিহাসে এই ঘটনা ঘটল দশমবারের মতো।
কনওয়ের বিদায়ে ভাঙে ১৯২ রানের জুটি। অবশ্য তার আগেই অনন্য এক রেকর্ড হয়ে গেছে। একই টেস্টে এক ইনিংসে তিনশ ও আরেক ইনিংসে শতরানের পার্টনারশিপ গড়া প্রথম জুটি এটিই।
সঙ্গীর বিদায়ের পর ১২৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসন (৪০*) ও রাচিন রবীন্দ্রর (৪৬*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনশ পার হলে ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড।
৬ উইকেটে ৩৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস খুব একটা লম্বা হয়নি। ১৫ ওভার ২ বলে ৩৯ রান করতে বাকি ৪ উইকেট হারায় তারা। ১০৯ রানে দিন শুরু করা কাভেম হজ অপরাজিত থাকেন ১২৩ রানে। অসুস্থতার কারণে আগে ব্যাটিং করতে না পারা শাই হোপ ৯ নম্বরে নেমে আউট হন ৪ রান করে।
৪ উইকেট নেন জ্যাকব ডাফি। তিন ফরম্যাট মিলিয়ে ৭৬ উইকেট নিয়ে এই বছর শেষ করলেন ডানহাতি এই পেসার। নিউ জিল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল কিংবদন্তি রিচার্ড হ্যাডলির। ১৯৮৫ সালে ৭৯ উইকেট নিয়েছিলেন তিনি।