শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার সা‌বেক ক্রিকেটার অর্জুনা রানা তুঙ্গার  বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে  বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেফতারের পরিকল্পনা জানিয়েছে দেশটির সরকার জ্বালানীমন্ত্রী থাকার সময়ে দুর্নীতি করেছেন, এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সোমবার (১৫ ডি‌সেম্বর) শ্রীলঙ্কার আদালতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্নীতি দমন সংস্থার অভিযোগ, মন্ত্রী থাকার সময় রানাতুঙ্গা দীর্ঘমেয়াদী তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। যার ফলে তুলনামুলক বেশি দামে বাজার থেকে তেল কেনা হয়। 

ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, যা সে সময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি। ---- ডেই‌লি ক্রিকেট

দুর্নীতি দমন কমিশন আদালতকে জানিয়েছে, বর্তমানে বিদেশে অবস্থান করছেন রানাতুঙ্গা। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে।

শুধু রানাতুঙ্গা নন, তার বড় ভাই ধাম্মিকা রানাতু্ঙ্গাও দুর্নীতির সাথে জড়িত। যার কারণে গত সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তার দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রানাতুঙ্গার আরেক ভাই, সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা গত মাসে বিমা জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছেন। সেই মামলা আপাতত মুলতবি আছেন। ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।

মূলত রানাতুঙ্গা ভাইদের বিপক্ষে বিচারিক কার্যক্রম দেশটির দুর্নীতি বিরোধী অভিযানের অংশ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে দুর্নীতির সংস্কৃতির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।

রানাতুঙ্গার অধীনে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় লঙ্কানরা। 

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন রানাতুঙ্গা। পরে সরকারের বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক এ ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়