শিরোনাম
◈ হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সর্বোত্তম চিকিৎসার নিশ্চয়তা দিলেন  প্রধান উপদেষ্টা ◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল, আফগা‌নিস্তা‌নের রহমানউল্লাহ গুরবাজ খেল‌বেন ঢাকা ক‌্যা‌পিটাল‌সে

স্পোর্টস ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন অ্যালেক্স হেলস। আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনারের। 

বিপিএল নিলামের আগেই হেলসের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। -- ক্রিক‌ফ্রেঞ্জি

এদিকে আইএল টি-টোয়েন্টির ফাইনাল হবে ৪ জানুয়ারি। হেলসের আবুধাবি যদি ফাইনালে উঠে তাহলে ঢাকার হয়ে শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এমন অবস্থায় বিকল্পও ভেবে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের আগামী মৌসুমের জন্য ঢাকা চুক্তি করেছে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদ। তাদের দুজনের অন্তত একজনকে টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়ার আশা করছেন তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে আতিক ফাহাদ বলেন, ‘দুজন খেলোয়াড়ই আইএল টি-টোয়েন্টিতে আছেন। আপনারা জানেন আইএল টি-টোয়েন্টির ফাইনাল হবে ৪ জানুয়ারি। সেই ক্ষেত্রে আমাদের কিছু ম্যাচে...কিছুটা দ্বিধা আছে অ্যালেক্স আগে আসতে পারছে নাকি পারছে না। সে কারণে আমরা বিকল্প একজন বড় ওপেনার নিয়ে রেখেছি। আশা করি যেকোন একজন চলে আসবে।

‘আমাদের সাইফ আছে, উসমান আছে। উসমান পুরো মৌসুমই থাকবে। অ্যালেক্স যদি শুরুর দিকে নাও আসতে পারে, একই ধরনের আরেকজন বড় খেলোয়াড় আসবে।’ তিনি আরও যোগ করেন, ‘আসলে আমরা যোগাযোগ করেছি গুরবাজের সাথে। কারণ গুরবাজ বা অ্যালেক্স হেলস তাদের দুজনের একজনকে যদি গ্রুপ পর্বের পর পরই পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে।

হেলস ও গুরবাজের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকার হয়ে খেলবেন ‍উসমান খান, ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জুবাইদ আকবরী এবং দাসুন শানাকা। দেশিদের মধ্যে তাসকিন আহমেদের সঙ্গে দেখা যাবে সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়