স্পোর্টস ডেস্ক : আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। পূর্ব ঘোষণামতো মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হল ফিফা শান্তি পুরস্কার।
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। সেখানে মজার ছলে বিশ্বকাপ ট্রফি নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন ট্রাম্প। তারপর থেকে জিয়ান্নির সঙ্গে ট্রাম্পের সখ্যতা বেড়েছে। উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কার যখন ট্রাম্পের হাতছাড়া হয়, তখন ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতিতে ফিফার নতুন পুরস্কারের ঘোষণা। আর সেই পুরস্কার হাতে পেলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আগেও জানিয়েছিলেন, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও থামাবেন তিনি। তবে তাঁরা যে ভারত ও পাকিস্তানর সংঘর্ষ থামিয়েছেন সে কথাও এর আগেও বলেছেন তিনি। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। একবার তো ওভাল অফিসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সামনে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছিলেন। আর এবার ফিফা শান্তি পুরস্কার পেয়ে ফের জোর গলায় ট্রাম্প দাবি করলেন, ‘আমরাই ভারত-পাক যুদ্ধ থামিয়েছি।
প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। ফিফা শান্তি পুরস্কার পেয়েও একই একই দাবি করলেন তিনি।