শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মে‌ক্সি‌কোর ফুটপাত থে‌কে কেনা নীল রং‌য়ের জার্সি থেকেই ইতিহাস- ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অজানা গল্প

স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ বিশ্বকাপ মানেই ডিয়েগো ম্যারাডোনা। ‘হ্যান্ড অব গড’, শতাব্দীর সেরা গোল, আর অ্যাজটেকা স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরা আর্জেন্টিনার সেই স্বপ্নময় মুহূর্ত- সবকিছুই ফুটবল ইতিহাসের অংশ। তবে এ গল্পের আড়ালে আছে আরেকটি দৃশ্য। এমন একটি জার্সি, যা কিনতে হয়েছিল নকল পণ্যের বাজার থেকে। ‘রেপ্লিকা’ সেই জার্সিই হয়ে যায় ইতিহাসের অংশ।

মেক্সিকোয় ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ঠিক আগমুহূর্তে ফিফা জানায়- ইংল্যান্ড সাদা জার্সি পরবে, তাই আর্জেন্টিনাকে পরতে হবে গাঢ় রঙের বিকল্প জার্সি।

সমস্যা দেখা দেয় এখানেই। আর্জেন্টিনার সেকেন্ড কিট ছিল মোটা সুতি কাপড়ের, যা মেক্সিকোর তীব্র রোদে খেলার জন্য অস্বস্তিকর।

কোচ কার্লোস বিলার্দো বুঝে যান এই জার্সি পরে খেললে বিপদ নিশ্চিত। তবে দলের হাতে আর কোনো বিকল্প ছিল না। তাই ম্যাচের আগের দিন বিকেলেই দৌড় দিতে হয় মেক্সিকো সিটির তেপিতো এলাকায়।

এটি তখন ‘নকল পণ্যের বাজার’ নামে পরিচিত। সেই বাজারের ফুটপাতের দোকান থেকেই সংগ্রহ করা হয় হালকা, বাতাস চলাচল সুবিধাযুক্ত নীল রঙের কয়েক সেট ‘রেপ্লিকা’ জার্সি।

তবে সেই জার্সিগুলোতে ব্যাজ বা নম্বর কিছুই ছিল না। টিম হোটেলে ফিরে শুরু হয় তড়িঘড়ি প্রস্তুতি। কেউ লোগো সেলাই করছে, কেউ নম্বর লাগাচ্ছে- মাঝরাত পর্যন্ত টানা কাজ। ভোরে জার্সি দেখে ম্যারাডোনা হাসিমুখে বলে ওঠেন ‘এটা তো খুব সুন্দর।

পরদিন সেই ‘রেপ্লিকা’ জার্সি গায়েই মাঠে নামে আর্জেন্টিনা। আর সেই জার্সিতেই জন্ম নেয়  ‘হ্যান্ড অব গড’ গোল ও 'শতাব্দীর সেরা গোল’। ইংল্যান্ডকে ২-১ হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।

তেপিতোর বাজার থেকে কেনা সেই নীল জার্সিগুলো আর কখনো ব্যবহার হয়নি। তবে ইংল্যান্ড ম্যাচে ম্যারাডোনার পরিহিত ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালে নিলামে বিক্রি হয় রেকর্ড ৯৩ লাখ ডলারে। ---- তথ‌্যসূত্র, টি স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়