স্পোর্টস ডেস্ক : শততম গোলের প্রতীক্ষার প্রহর অবশেষে ফুরাল। ফুলহ্যামের জালে শুরুর দিকেই বল পাঠিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের সেঞ্চুরি করলেন ম্যানচেস্টার সিটি তারকা।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচের সপ্তদশ মিনিটে শত গোলের মাইলফলকে পৌঁছান হলান্ড। বাঁ দিক থেকে জেরেমি ডোকুর পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে, প্রথম ছোঁয়ায় জোরাল শটে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন রেকর্ডটি গড়েন তিনি। --- বিডিনিউজ
ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০০ গোল করতে হলান্ডের লাগল ১১১ ম্যাচ। আগের দ্রুততম শত গোলের চেয়ে তার ১৩ ম্যাচ কম লাগল; ১২৪ ম্যাচে পূর্বের রেকর্ডটি গড়েছিলেন অ্যালান শিয়েরার।
গত দুই রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষেও এই রেকর্ডের হাতছানিতে মাঠে নেমেছিলেন হলান্ড। কিন্তু ওই দুই ম্যাচে পারেননি সুযোগ কাজে লাগাতে। ফুলহ্যামের বিপক্ষেও শুরুতে তার একটি প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ার পর উপহার দিলেন দর্শনীয় গোল।
২০২২ সালে সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই লিগে রেকর্ড ৩৬টি গোল করেন হলান্ড। পরের মৌসুমেও ২৭ গোল করে জয় করেন গোল্ডেন বুট।
গত মৌসুমে একটু পেছনে পড়ে যান, ২২ গোল করে ছিলেন তালিকার তৃতীয় স্থানে। এবার আবারও ছুটছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে; ১৪ ম্যাচে এই নিয়ে তার গোল হলো ১৫টি।
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডেও নিশ্চয় চোখ আছে হলান্ডের। সেই রেকর্ডও শিয়েরারের। ২৬০ গোল করে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি এই ইংলিশ গ্রেটের দখলে।