শিরোনাম
◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেক্টর পরিবারের চার ভাই-বোনের সবাই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : এক পরিবার থেকে উঠে আসা একাধিক ক্রিকেটারের গল্প প্রায়ই শোনা যায়। আয়ারল্যান্ড দলেও এক সঙ্গে খেলতে দেখা গেছে দুই ভাইকে। কেভিন ও'ব্রায়েন ও নেইল ও'ব্রায়েন আইরিশ ক্রিকেট রূপকথার অংশ। এবার আয়ারল্যান্ডের ক্রিকেটে দেখা যাচ্ছে আরও দুই ভাইকে। তারা টেক্টর পরিবারের।

টেক্টরদের চার ভাই বোনের সবাই খেলতেন ক্রিকেট। তাদের বাবাও ক্রিকেটার ছিলেন। তবে লম্বা সময় খেলার সুযোগ হয়নি তার। হ্যারি ও টিম বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন। 

আর তাদের বোন অ্যালিস আছেন নারী দলে। বড় ভাই জ্যাক টেক্টরও আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলের অধিনায়ক ছিলেন।

তাই পারিবারিক আড্ডায় ক্রিকেট নিয়েই বেশি কথা হবে তাই স্বাভাবিক। মাত্র দুই টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছিলেন টিম। --- ক্রিক‌ফ্রেঞ্জি

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন তিনি। পরের ম্যাচে ২৫ বলে আরও ৩৮। এমন পারফরম্যান্সের আয়ারল্যান্ড দলও তাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছে।

বড় ভাই হ্যারি আছেন দুর্দান্ত ফর্মে। তিনি প্রথম ম্যাচে খেলেন ৪৫ বলে ৬৯ রানের ইনিংস। চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামার আগে নিজের পরিবার নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন কথা বলেছেন টিম। জানিয়েছেন তাদের পরিবারের ক্রিকেট পরিচিতি নিয়ে।

এ প্রসঙ্গে টিম বলেন, 'আমরা সবাই বেশ অনেক দিন ধরেই খেলছি। আমাদের বড় ভাই জ্যাক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করেছে—মনে হয় সেটা এখানেই, বাংলাদেশেই হয়েছিল। তারপর হ্যারি তার (যুব) বিশ্বকাপে অধিনায়কত্ব করেছে, আর আমিও একই কাজ করেছি। আমাদের ছোট বোন অ্যালিসও এখন নারী দলে জায়গা করে নিয়েছে।

টিম আরও যোগ করেন, 'আমরা সবাই বড় হয়েছি ক্রিকেট খেলতে খেলতে; বাবাও একটু খেলতেন। আমরা সবাই একই ক্লাবে খেলেছি পুরো পথ চলার সময়, আর আমরা সবাই এই খেলাটা খুব ভালোবাসি। একই পরিবারের প্রত্যেক সদস্যের একই খেলাটা এতটা ভালোবাসা—এটা খুবই বিরল। কিন্তু আমরা সবাই এতে একসঙ্গে থাকতে পারছি, আর সবাই মিলে খেলতে পারছি—এটাই দারুণ।'

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে একই সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা হয়েছে টেক্টর ভাইদের। তারা প্রথম ম্যাচে ২৪ বলে ৩১ রান যোগ করেন। পরের ম্যাচে ৩১ রান করেন তারা ২১ বলে। ভাইয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং বেশ উপভোগ করছেন বলে জানালেন টিম।

তিনি বলেন, 'দেখো, হ্যারির সঙ্গে ব্যাটিং করা অবশ্যই খুব ভালো লাগে। আমরা ক্লাব ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই একসঙ্গে ব্যাটিং করছি, তাই ওর সঙ্গে ব্যাট করতে নেমে খুব আলাদা লাগেনি। অবশ্য এখানে ওর সঙ্গে ব্যাটিং করা একটু বড় উপলক্ষ, কিন্তু এটা আমার কাছে নতুন কিছু নয়। খুব ভিন্ন লাগেনি—স্বাভাবিকই মনে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়