শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌্যা‌শে‌জের দ্বিতীয় টে‌স্টে স্মিথ চন্দরপলের মতো চো‌খের নি‌চে স্টিকার পরে খেলবেন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথকে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট গ্যাবায় শিভনারায়ন চন্দরপলের মতো চোখের নিচে ‘আই ব্ল্যাক’ ব্যবহার করতে দেখা যেতে পারে। রোববার (৩০ নভেম্বর) রাতে ফ্লাডলাইটে করা অনুশীলনে অজি সাবেক অধিনায়ককে এই অ্যান্টি-গ্লেয়ার স্টিকার পরে নেটে ব্যাট করতে দেখা গেছে।

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুরু হতে যাওয়া ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির গোলাপি বলের ম্যাচকে সামনে রেখে তিনি এই নেট অনুশীলন করেন।

ফ্লাডলাইটে গোলাপি বল খেলতে ব্যাটারদের অসুবিধের কথা ইতোমধ্যে জানিয়েছেন অনেক ক্রিকেটার। --- অলআউট স্পোর্টস

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক এ ব্যাপারে বলেছিলেন, আলো প্রতিফলিত হলে গোলাপি বলের কালো সিমে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। জো রুট প্রশ্ন তোলেন, অ্যাশেজে আদৌ গোলাপি বলের টেস্ট রাখা উচিত কিনা। স্বয়ং স্মিথ একদা বলেছিলেন, দিনের কিছু সময় গোলাপি বল দেখা কঠিন হয়ে যায়। আচরণও লাল বলের মতো থাকে না। ব্যাটারদের জন্য এটা সত্যিই চ্যালেঞ্জিং।

গোলাপি বলের ক্রিকেটে স্মিথের অতীত রেকর্ডও খুব একটা ভালো নয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি পিংক–বল টেস্টের ২৪ ইনিংসে তার সেঞ্চুরি মাত্র একটি (গড় ৩৭.০৪)। অথচ লাল বলের 'দিনের' টেস্টে তার রেকর্ড ঈর্ষনীয়– ১৯০ ইনিংসে ৩৫ সেঞ্চুরি, গড় ৫৮.৩১।

এ কারণেই সম্ভবত তিনি চোখের নিচে 'আই ব্ল্যাক' পরে অনুশীলন করেছেন। যাতে ফ্লাডলাইটের আলো ত্বকে পড়লে যে ঝলক তৈরি হয়, সেটা কমিয়ে তিনি বলটাকে ভালোভাবে দেখতে পান। 'আই ব্ল্যাক'-এর কাজই মূলত এটি। মার্কিন খেলোয়াড়দের নিয়মিত এটি পরে খেলতে দেখা যায়। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার শিভনারায়ন চন্দরপল এই কালো স্টিকার চোখের নিচে লাগিয়ে ব্যাটিং করার জন্য বিখ্যাত।

তার এই কালো স্টিকার পরার কারণ অনেক ক্রিকেটাররাই জানতেন না। আসলে ওই কালো স্টিকার দুটো ছিল 'অ্যান্টি-গ্লেয়ার প্যাচস'। অর্থাৎ এটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির চোখের পেরিফেরালে সূর্যের আলোর প্রভাব কমিয়ে দিতো। ফলে চন্দরপল বল দেখতে কিছুটা কম সমস্যার সম্মুখীন হতেন।

২০১৮ সালে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চন্দরপল বলেওছিলেন তা– আলো খুব বেশি হলে আমি এগুলো (আই ব্ল্যাক) পরতাম। তাতে প্রায় ৬০-৭০ শতাংশ গ্লেয়ার কমে যেতো।

চন্দরপলের চোখের নিচে কালো স্টিকার পরা নিয়ে বিশ্ব ক্রিকেটের কৌতূহলের অন্ত ছিল না। সেই কৌতূহল কি গ্যাবায় নতুন করে চাগিয়ে দেবেন স্টিভেন স্মিথ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়