শিরোনাম
◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে সি‌রিজ শুরু পাকিস্তানের 

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান জি‌তে‌ছে স‌ত্যি, ত‌বে সহজ ম‌্যাচ ক‌ঠিন ক‌রে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। ৮৭ বলে ১০৫ রানে অপরাজিত থাকে ম্যাচসেরা সালমান আঘা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রা‌তে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে পাকিস্তান। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। মাত্র ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এরপর সালমান আগা ও হুসেন তালাতের ১৩৮ রানের পার্টনারশিপে শক্ত অবস্থানে ফেরে পাকিস্তান। সালমান ১০৫ ও তালাত ৬২ রান করেন। শেষ মুহূর্তে মোহাম্মাদ নাওয়াজের ২৩ বলে ৩৬ রানের দ্রুত ইনিংসের জোরে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের পুঁজি পায় পাকিস্তান। 

জবাবে দলীয় নব্বই রানে ৩, ১৯১ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা, দলীয় ২১০ রানে কামিন্দু মেন্ডিস আউট হলে পাকিস্তানের জয় সময়ের ব্যাপার মনে হয়েছিল। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা শেষদিকে ৫২ বলে ৫৯ রানের ঝড় তুললে জমে ওঠে ম্যাচ, যদিও তা যথেষ্ট হয়নি। হারিস রউফ তুলে নেন ৪ উইকেট। 

এর ফলে, তিন ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ রাওয়ালপিন্ডিতেই আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর --

পাকিস্তান: ৫০ ওভারে ২৯৯/৫ (সালমান ১০৫*, তালাত ৬২, নেওয়াজ ৩৬*, ফখর ৩২; হাসারাঙ্গা ৩/৫৪, আসিতা ১/৪২, তিকশানা ১/৬৪)।

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৩/৯ (হাসারাঙ্গা ৫৯, সামারাবিক্রমা ৩৯, মিশারা ৩৮, আসালাঙ্কা ৩২; রউফ ৪/৬১, আশরাফ ২/৪৯, নাসিম ২/৫৫)।
ফল: পাকিস্তান ৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়