শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’

দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গায়ক আসিফ আকবর। তার বিস্ফোরক অভিযোগ, ‘ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে।’

তিনি ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ হিসেবে উল্লেখ করে ফুটবলের সঙ্গে এর তুলনা করেন এবং প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন।

রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন। দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগের ক্রিকেট কোচ এবং সংগঠকদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ও বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর তার নিজ জেলা কুমিল্লার উদাহরণ টেনে বলেন, ‘আগামী ১২ নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, কিন্তু ২৪ নভেম্বর সেই একই স্টেডিয়ামে (শহীদ ধীরেন্দ্রনাথ) আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচ। এই সমস্যাটা শুধু কুমিল্লার না। প্রত্যেকটা জেলার স্টেডিয়াম ফুটবল দখল করে রেখেছে, যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’

দুই খেলার শৃঙ্খলার তুলনা করে তিনি বলেন, ‘ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, একটা আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবল হচ্ছে... শুরুটাই খারাপ। কার কর্নার, কার ফাউল, সবাই এসে দাবি করে। কিন্তু ক্রিকেটটা এমন না।’

নিজের আগ্রাসী মনোভাব প্রকাশ করে আসিফ বলেন, ‘আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।’

তবে শেষ পর্যন্ত তিনি মারামারির বদলে সমঝোতার পথেই হাঁটার আহ্বান জানান। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে জরুরি বৈঠকে বসার অনুরোধ করেন। আসিফ বলেন, ‘আমরা এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) কাছে বাৎসরিক সূচি চাই। কখন কোন খেলা হবে। যদি তা না করতে পারি, যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। ফুটবলারদের সঙ্গে আমাদের সমঝোতায় আসতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়