মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে পারদর্শী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ফরম্যাটে জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জে প্রথম ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।
মিরপুরের উইকেট ছিল স্পিন বোলিং বান্ধব। তিন ম্যাচেই দুই দলের স্পিনাররা দাপট দেখিয়েছে। তবে চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়ে থাকে। ক্যারিবীয়দের আটকানোর চ্যালেঞ্জ থাকবে লিটন দাসের দলের ওপর।
বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশে সাজিয়েছে। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। দরকার পড়লে সাইফ হাসান হাত ঘোরাবেন।
ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার নির্ভর একাদশ সাজিয়েছে। জেসন হোল্ডার, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেইফার্ড আছেন তাদের একাদশে। স্পিন বিভাগে আকিল হোসেন ও খেরি পেরি খেলছেন।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানজে, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।