স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। দলটির দাবি, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না থাকায় তারা বিপাকে পড়েছে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, ২০২৬ মৌসুমের বিপিএলে পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে। -- ডেইলি ক্রিকেট
তবে বরিশাল মনে করছে, এত অল্প সময়ের মধ্যে দল গঠন, স্পনসর ঠিক করা ও অন্যান্য আয়োজন সম্পন্ন করা প্রায় অসম্ভব।
দলটির মালিক মিজানুর রহমান বলেন, আমি কখনো বলিনি যে আমরা বিপিএলে খেলব না। কিন্তু এক-দেড় মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব নয়। আমরা শুধু সময় চেয়েছি। এপ্রিল বা মে মাসে করলে ভালোভাবে আয়োজন করা যাবে।
তিনি আরও বলেন, তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করলে লিগের মান ক্ষতিগ্রস্ত হতে পারে। এভাবে হলে ভালো দলগুলো অংশ নিতে চাইবে না। অভিজ্ঞ দল ছাড়া বিপিএল আয়োজন ঠিক হবে না।