স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শুরু হয়েছিলো পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে। এরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারে বাংলাদেশ। এবার চতুর্থ ম্যাচে নারী ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের দল।
ভারতের ভিশাখাপত্তনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। এর আগে, আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও, পরের দুই ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল।
শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রেসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা।
অন্যদিকে, ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দল। জয়ের ধারা অব্যাহত রাখতেই লাল-সবুজদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা। ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নাম্বারে আছে তারা। আর ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান ৬ নাম্বারে।
উল্লেখ্য, ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে। বাকী ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়।