শিরোনাম
◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল থে‌কে স‌রে দাঁড়া‌নোর ঘোষণা দি‌তে পা‌রেন বিরাট কোহ‌লি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকে‌টের ব‌রেণ‌্য খে‌লোয়াড় বিরাট কোহ‌লি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আ‌গেই  সরে দাঁড়িয়েছেন। তি‌নি ২০২৭ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও স্পষ্ট করে কিছু জানাননি। এবার এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে, আইপিএল থেকেও হয়তো আগেভাগেই বিদায় নিতে পারেন কোহলি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেই কোহলি গড়ে তুলেছেন আলাদা এক পরিচিতি। কেবল পারফরম্যান্স দিয়েই নয়, নিজের বিপুল জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালু দিয়েও তিনি আরসিবির সবচেয়ে বড় সম্পদ।

যদিও সম্প্রতি ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোহলি আর আগের মতো যুক্ত থাকতে চাইছেন না। রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত।

ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোহলি চাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটি যেন বিকল্প মুখ খুঁজে নেয়। এই ঘটনা ইঙ্গিত দেয়, কোহলি যেকোনো সময় আইপিএল থেকেও সরে দাঁড়াতে পারেন।

গত মৌসুমেই মেগা নিলামের আগে ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেয় আরসিবি। এরপর অধিনায়ক হিসেবে কোহলিকে আবার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু কোহলি তা ফিরিয়ে দেন এবং পরিবর্তে রজত পাতিদারের নাম সুপারিশ করেন। পাতিদারের নেতৃত্বে দলটি প্রথমবারের মতো আইপিএল শিরোপাও জেতে।

এইসব সিদ্ধান্ত ও অবস্থান থেকে স্পষ্ট, কোহলি আর আরসিবির নেতৃত্ব বা দলের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকছেন না। ১৮ বছরের আইপিএল ক্যারিয়ারে কোহলি খেলেছেন ২৬৭টি ম্যাচ, রান করেছেন আট হাজার ৬৬১। অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন ১৪৩ ম্যাচে যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়