শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি-রোনালদোকে ছাড়িয়ে হ্যাটট্রিকের রেকর্ডে শীর্ষে ২০ ফুটবলার

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা। গোল আর রেকর্ড যেন তাদের হাতের মুঠোয়। তবু এক জায়গায় তারা কেউই নেই শীর্ষ তালিকায়—ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা খেলোয়াড়দের মধ্যে!

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, রোনালদোর ক্যারিয়ারে হ্যাটট্রিক ৬৬টি, আর মেসির ৫৯টি। অবিশ্বাস্য হলেও সত্যি, এই দুই কিংবদন্তির কেউই সর্বোচ্চ ২০ হ্যাটট্রিকধারীর তালিকায়ও জায়গা পাননি।

বিশ্ব ফুটবলের পরিসংখ্যান সংস্থা আরএসএসএসএফ জানিয়েছে, ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক হলেন জার্মান ফরোয়ার্ড আর্ভিন হেল্মচেন, তার হ্যাটট্রিক সংখ্যা ১৪২টি! ক্যারিয়ারে তার গোলসংখ্যা প্রায় ৯৮৯টি, যদিও এর অনেকগুলোই এসেছে জার্মানির নিম্ন ডিভিশনে।

দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রিয়ার কিংবদন্তি জোসেফ বিকান, তিনি করেছেন ১৩৭টি হ্যাটট্রিক এবং অফিসিয়াল ম্যাচে প্রায় ৯৫০ গোল।

তৃতীয় স্থানে আছেন হাঙ্গেরির ফেরেঙ্ক ডিয়াক, যার হ্যাটট্রিক সংখ্যা ৯৭টি।

ব্রাজিলের মহানায়ক পেলে আছেন ষষ্ঠ স্থানে, অফিসিয়াল ম্যাচে করেছেন ৮৮টি হ্যাটট্রিক।

আর রোনালদো (৬৬) ও মেসি (৫৯) বর্তমানে যথাক্রমে ২১ ও ২৩ নম্বরে অবস্থান করছেন।

১. আর্ভিন হেল্মচেন – ১৪২ হ্যাটট্রিক

সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড তাঁর দখলে—১৪২টি। ক্যারিয়ারে করেছেন ৯৮৯ গোল। আরএসএসএসএফ অনুযায়ী, হেল্মচেনই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, যদিও তার অনেক গোল এসেছে জার্মানির নিচের বিভাগে খেলে।

২. জোসেফ বিকান – ১৩৭ হ্যাটট্রিক

অফিসিয়াল ম্যাচে ৯৫০ গোল করা এই অস্ট্রিয়ান কিংবদন্তি এক মৌসুমে পরপর ৫ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন—যা এখনো অটুট রেকর্ড।

৩. ফেরেঙ্ক ডিয়াক – ৯৭ হ্যাটট্রিক

হাঙ্গেরির হয়ে ৭৯৫ অফিসিয়াল গোল করেছেন। ক্যারিয়ারে মোট ৯৭ হ্যাটট্রিক—যা এক অবিশ্বাস্য রেকর্ড।

৪. আর্নস্ট উইলিমোভস্কি – ৯৬ হ্যাটট্রিক

জার্মানি ও পোল্যান্ডে খেলা এই কিংবদন্তির মোট গোল ১০৭৯ (অফিসিয়াল ও অনঅফিসিয়াল মিলিয়ে)। অফিসিয়াল ম্যাচে হ্যাটট্রিক সংখ্যা ৯৬।

৫. জিমি জোন্স – ৯১ হ্যাটট্রিক

১৯৪৩ থেকে ১৯৬৫ সালের মধ্যে খেলেছেন; ক্যারিয়ারে আনুমানিক ৮৪০ গোল ও ৯১ হ্যাটট্রিক করেছেন।

৬. পেলে – ৮৮ হ্যাটট্রিক

আরএসএসএসএফ-এর তথ্যমতে, অফিসিয়াল ম্যাচে পেলের হ্যাটট্রিক সংখ্যা ৮৮টি। মাত্র ১৬ বছর বয়সে প্রথম হ্যাটট্রিক করেছিলেন সান্তোসের হয়ে। ২০২৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে ‘সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দেয়, যদিও আরএসএসএসএফ তালিকায় তার উপরে আরো ৫ জন রয়েছেন।

৭. রনি রুক – ৮৬ হ্যাটট্রিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফুলহ্যামের হয়ে খেলতে খেলতে বিমানবাহিনীর দায়িত্বও পালন করেছেন। ক্যারিয়ারে ৯৩৪ গোল করেন বলে আরএসএসএসএফ জানিয়েছে।

৭. জোসেফ ব্যামব্রিক – ৮৬ হ্যাটট্রিক

উত্তর আয়ারল্যান্ডের এই ফরোয়ার্ড মূলত লিনফিল্ডের হয়ে খেলেছেন ১৯৩০-এর দশকে।

৯. ফের্নান্দো পেইরোতেও – ৮০ হ্যাটট্রিক

পুরো ক্যারিয়ার খেলেছেন স্পোর্টিং লিসবনের হয়ে (১৯৩৭–১৯৪৯)।
ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা—৫৪৪ গোল ও ৮০ হ্যাটট্রিক।

১০. ফ্রেডরিক রবার্টস – ৭৭ হ্যাটট্রিক

মূলত গ্লেনটোরানের হয়ে খেলেছেন, কিন্তু নিউইংটন রেঞ্জার্স ও ব্রডওয়ে ইউনাইটেডেও দুর্দান্ত সময় কাটান।

১১. টমি লটন – ৭৬ হ্যাটট্রিক

এভারটন, চেলসি ও আর্সেনালের এই ইংলিশ স্ট্রাইকার ক্যারিয়ারে ৭৬ হ্যাটট্রিক করেছেন। আন্তর্জাতিক ফুটবলে ২৩ ম্যাচে ২২ গোলও ছিল তার নামের পাশে।

১১. বয় মার্টিন – ৭৬ হ্যাটট্রিক

উলভারহ্যাম্পটন, নটিংহাম ফরেস্ট ও নটস কাউন্টির হয়ে খেলেছেন এই ইংলিশ স্ট্রাইকার। ক্যারিয়ারে তার হ্যাটট্রিক সংখ্যা ৭৬টি। 

১৩. ইমরে শ্লশার – ৭৪ হ্যাটট্রিক

হাঙ্গেরিয়ান লিগ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (৩৬৮ গোল)।
তার মোট হ্যাটট্রিক সংখ্যা ৭৪।

১৩. ওটো হার্ডার – ৭৪ হ্যাটট্রিক

জার্মান ফরোয়ার্ড, ১৯০৯ থেকে ১৯৩৪ পর্যন্ত খেলেছেন; হ্যামবার্গারের হয়ে সবচেয়ে উজ্জ্বল সময় কাটান।

১৫. স্যামি হিউজেস – ৭৩ হ্যাটট্রিক

উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান ক্লাবের হয়ে ১৯৫০-এর দশকে এই হ্যাটট্রিকগুলো করেন।

১৬. গার্ড মুলার – ৭২ হ্যাটট্রিক

‘ডের বোম্বার’ নামে পরিচিত এই কিংবদন্তি স্ট্রাইকার জার্মানির হয়ে ৮টি আন্তর্জাতিক হ্যাটট্রিক করেছেন—যার মধ্যে দুটি ১৯৭০ বিশ্বকাপে।

১৭. ফ্রিটজ ওয়ালটার – ৭১ হ্যাটট্রিক

এফসি কাইজারস্লাউটের্নের হয়ে খেলা এই জার্মান মিডফিল্ডার ১৯৩৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ৭১টি হ্যাটট্রিক করেছেন।

১৮. ফেরেঙ্ক পুসকাস – ৭০ হ্যাটট্রিক

হাঙ্গেরির এই কিংবদন্তি ফুটবলার ক্যারিয়ারে ৮০২ গোল করেছেন এবং ৭০টি হ্যাটট্রিকের মালিক। তিনিই প্রথম খেলোয়াড়, যিনি সান্তিয়াগো বার্নাবেউ ও ক্যাম্প ন্যু—দুটি স্টেডিয়ামেই হ্যাটট্রিক করেছেন।

১৯. রোমারিও – ৭০ হ্যাটট্রিক

রোমারিওর মোট গোলসংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও, আরএসএসএসএফ বলছে তিনি অফিসিয়াল ম্যাচে ৭০টি হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে ৪টি ব্রাজিল জাতীয় দলের হয়ে, বাকিগুলো ক্লাব ফুটবলে।

২০. ফ্রান্‌ৎস বিন্ডার – ৬৭ হ্যাটট্রিক

অস্ট্রিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত বিন্ডার ১৯৩০ থেকে ১৯৪৯ সালের মধ্যে র‌্যাপিড ভিয়েনার হয়ে অধিকাংশ হ্যাটট্রিক করেন।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়