শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি সভাপ‌তি বুলবু‌লের দা‌য়ি‌ত্বে বিপিএল, নতুন কমিটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আবা‌রো নাজমুল আবেদিন ফাহিম বি‌সি‌বির নতুন ক‌মি‌টির ক্রিকেট অপা‌রেশন্স চেয়ারম‌্যা‌নের দা‌য়ি‌ত্বে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দায়িত্ব নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ইফতেখার রহমান মিঠু।

সরকারি হস্তক্ষেপের সঙ্গে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক থাকলেও ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এসেছেন ১০ জন পরিচালক। ক্লাব ক্যাটাগরি থেকে এসেছেন ১২ জন। আর তৃতীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন একজন পরিচালক।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় দুজন পরিচালক বিসিবিতে এসেছেন। নির্বাচন শেষেই পরিচালকদের ভোটে চূড়ান্ত করা হয়েছে বিসিবির সভাপতি ও সহ-সভাপতি। 

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। নির্বাচনের পরদিনই চূড়ান্ত করা হয়েছে বিসিবির কার্যকরী কমিটির চেয়ারম্যানের তালিকা।

যেখানে বিপিএলের পাশাপাশি গ্রাউন্ডস কমিটি এবং ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পেয়েছেন বুলবুল। ক্রিকেট অপারেশন্সের পাশাপাশি ফাইন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম। মিডিয়া ও কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন আমজাদ হোসেন। গেম ডেভেলপমেন্ট ইশতিয়াক সাদিক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর।

গত বোর্ডে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন ইফতেখার। ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে পরিচালক হওয়া ইফতেখার একই দায়িত্ব পেয়েছেন নতুন বোর্ডেও। এ ছাড়া বিপিএলের মেম্বার সেক্রেটারি হিসেবেও কাজ করবেন তিনি। প্রথমবার বিসিবির পরিচালক হওয়া খালেদ মাসুদ পাইলটকে দেয়া হয়েছে হাই পারফরম্যান্স কমিটির দায়িত্ব। নারী ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক।

বিসিবির নতুন কার্যকরী কমিটি 

ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশন্স— নাজমুল আবেদিন ফাহিম

ফাইন্যান্স কমিটি— নাজমুল আবেদিন ফাহিম

ডিসিপ্লিনারি কমিটি— ফায়াজুর রহমান

গেম ডেভেলপমেন্ট কমিটি— ইশতিয়াক সাদেক

টুর্নামেন্ট কমিটি— আহসান ইকবাল চৌধুরী

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি— আসিফ আকবর

গ্রাউন্ডস কমিটি— আমিনুল ইসলাম বুলবুল

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি— শানিয়ান তানিম

আম্পায়ার্স কমিটি— ইফতেখার রহমান মিঠু

মার্কেটিং ও কমার্শিয়াল— শাখাওয়াত হোসেন

মেডিকেল কমিটি— মোহাম্মদ মনজুর আলম

টেন্ডার ও পারচেস কমিটি— আবুল বাশার

মিডিয়া ও কমিউনিকেশন কমিটি— আমজাদ হোসেন

অডিট কমিটি— মুখলেসুর রহমান খান

নারী ক্রিকেট কমিটি— আব্দুর রাজ্জাক

লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল- ইয়াসির মোহাম্মদ ফয়সাল

সিকিউরিটি কমিটি- মেহেরাব আলম চৌধুরী

সিসিডিএম কমিটি— আদনান রহমান দীপন

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি— জুলফিকার আলী খান

হাই পারফরম্যান্স কমিটি— খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ টাইগার্স— রাহাত সামস

ওয়েলফেয়ার কমিটি— মোকছেদুল কামাল

বিপিএল চেয়ারম্যান— আমিনুল ইসলাম বুলবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়