শিরোনাম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দি‌য়ে আজ নারী বিশ্বকাপের পর্দা উঠছে 

স্পোর্টস ডেস্ক : এবার শুরু হচ্ছে নারীদের ক্রিকেট লড়াই। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

ভারতের গোয়াহাটিতে বাংলা‌দেশ সময় বিকাল সা‌ড়ে ৩টায় পর্দা উঠবে ১৩তম আসরের। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল। বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে ভারতে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকাও।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ। টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২ অক্টোবর। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ ভ্রমণ

৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২ নভেম্বর। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩১টি।

টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়