শিরোনাম
◈ কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে ◈ ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: প্রধান উপদেষ্টা ◈ জোরপূর্বক চুল দাঁড়ি কেটে দেওয়ার সময় বৃদ্ধ বল‌লেন, আল্লাহ তুই দে‌হিস, কী ঘটেছিলো আসলে? ◈ ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ◈ লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের নির্দেশনা পরীক্ষা নিয়ে ◈ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া ◈ ঢাকার মিরপুরে ভারতের সাকিনা বেগম ◈ সাইপ্রাসে ভবন থেকে পড়ে নিহত বেনাপোলের হাফিজুর ◈ দুর্গা পুজায় বেনাপোল বন্দর ৬ দিন বন্ধ ◈ প্রতিটি আসনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চায় বিএনপি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জোড়া গোল মেসির, প্লে অ‌ফে ইন্টার মায়া‌মি

স্পোর্টস ডেস্ক : চোখের আরাম, মনের শান্তি এনে দিলেন লিও মেসি। জোড়া গোল করলেন। অ্যাসিস্ট করলেন আরও একটি। পেনাল্টি নিজে না নিয়ে এগিয়ে দিলেন তাঁর সতীর্থকে। পেনাল্টি নিলে হ্যাটট্রিক হয়ে যেত মেসির। কিন্তু মেসি তো এরকমই। 

মেজির লিগ সকারে ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নিউ ইয়র্ক সিটি এফসিকে। প্লে অফে পৌঁছে গেল মায়ামি।

মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগেস। এর পরে ১২ মিনিটের মধ্যে জোড়া গোল মেসির। ২৩ ম্যাচে তাঁর গোল এখন ২৪টি। মেসির জোড়া গোলের মাঝেই পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। থুতু কাণ্ডের পরে শাস্তি কাটিয়ে মাঠে ফিরলেন উরুগুয়ের স্ট্রাইকার। 

টানা তিন ম্যাচ জেতার পরে হেরে গেল নিউ ইয়র্ক সিটি। ম্যাচের প্রথম আধ ঘণ্টা প্রাধান্য ছিল নিউ ইয়র্কের। তার পরে ম্যাচে ফেরে মায়ামি। ৪৩ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের মায়ামির আক্রমণ। নিউ ইয়র্কের গোলকিপার দলকে বাঁচান।

৭৪ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি। তার পরের গোলটিও দেখার মতো। মাঝমাঠের কাছ থেকে বল ধরে দু'জনকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন।

দি' পলকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ পেনাল্টি থেকে গোল করেন। ২৯ ম্যাচ থেকে মায়ামির সংগ্রহ ৫৫ পয়েন্ট। তারা তিন নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়