শিরোনাম
◈ কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে ◈ ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: প্রধান উপদেষ্টা ◈ জোরপূর্বক চুল দাঁড়ি কেটে দেওয়ার সময় বৃদ্ধ বল‌লেন, আল্লাহ তুই দে‌হিস, কী ঘটেছিলো আসলে? ◈ ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ◈ লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের নির্দেশনা পরীক্ষা নিয়ে ◈ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া ◈ ঢাকার মিরপুরে ভারতের সাকিনা বেগম ◈ সাইপ্রাসে ভবন থেকে পড়ে নিহত বেনাপোলের হাফিজুর ◈ দুর্গা পুজায় বেনাপোল বন্দর ৬ দিন বন্ধ ◈ প্রতিটি আসনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চায় বিএনপি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যাটাররা ডু‌বি‌য়ে‌ছেন বাংলাদেশ‌কে: জা‌কের আ‌লি  

স্পোর্টস ডেস্ক : টাইগার বোলাররা নি‌জে‌দের কাজটা ঠিকঠাক মতোই করে‌ছেন। পাকিস্তানের ব্যাটারদের চোখে সরষে ফুল দেখিয়েছিলেন তাসকিন আহমেদ-রিশাদ হোসেনরা। আটকে রেখেছিলেন অল্পতেই। এতে বাংলাদেশের সমর্থকরা আশা দেখেছিলেন এশিয়া কাপের ফাইনালের। কিন্তু সেই আশার গুড়ে বালি ছিটিয়েছেন ব্যাটাররা।

সুপার ফো‌রে ১৩৬ রানের লক্ষ্যও পূরণ করতে পারেনি তাওহিদ হৃদয়-জাকের আলীরা। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে ১২৪ রান। হেরেছে ১১ রানের ব্যবধানে।

এমন সহজ ম্যাচও হাতছাড়া করার পর মাঠে ব্যাটাররাদের দুর্বলতা নিয়ে কথা বলতে কোনো রাখঢাক রাখেননি অধিনায়ক জাকের। ব্যাটিং ব্যর্থতাকেই তুলে ধরেছেন ম্যাচ হারের কারণ হিসেবে।

জাকের বলেন, বোলিং অনেক ভালো করেছি আমরা। কিন্তু গত দুইটা ম্যাচ আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। গত ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটাররা ভালো করতে পারেনি।

বোলিংয়ে বেশ ভালো করেছে বাংলাদেশ। মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রিশাদ। শেখ মেহেদির শিকারও সমান ২টি। রান একটু বেশি খরচ করলেও ৩ উইকেট গেছে তাসকিনের ঝুলিতে। ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসা করতে ভোলেননি জাকের।

জাকের বলেন, অবশ্যই আমাদের বোলাররা ভালো করেছে। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান সবাই ভালো করেছে।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র পাওয়া সাইফ হাসান। সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগিয়েছেন তিনি। জাকেরের মুখে প্রশংসা ঝরেছে সাইফের জন্য–‘ব্যাটিংয়ে সাইফ হাসান পুরো টুর্নামেন্টেই ভালো করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়