স্পোর্টস ডেস্ক : হাজিরা দিলেন সূর্যকুমার যাদব। করমর্দন বিতর্কের পর সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। সেই ঘটনায় আইসিসি-র শুনানিতে হাজিরা দিলেন ভারত অধিনায়ক। শুক্রবার হবে তার রায়ঘোষণা। অর্থাৎ, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই জানা যাবে যে সূর্যের কোনও শাস্তি হবে কি না। --- আনন্দবাজার
জানা গিয়েছে, আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তাঁর নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। এ বার বাকিটা রিচার্ডসনের হাতে। সূর্যের পর এ বার পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজ়াদা ফারহানও রিচার্ডসনের সামনে হাজিরা দেবেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সুপার ফোরের ম্যাচে রউফ এবং ফারহানের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই।
অর্ধশতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়েছিল। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তা হলে শুনানি হবে। সেখানে আইসিসি-র এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের।
পাল্টা হিসাবে পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমারের বিরুদ্ধে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পিসিবি-র মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল।
সূর্য নিজের ‘ভুল’ স্বীকার করলে শাস্তির মাত্রা ঠিক করবেন তিনিই। না হলে শুনানি হবে। ক্রিকেটীয় সংস্কৃতির বিরোধী কাজ করার কারণে সূর্যকে নির্বাসিত করা হতে পারে। এখন দেখার, রিচার্ডসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।