স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দল মাঠে যাবে কি যাবে না দিনভর এই অনিশ্চয়তা শেষে এক ঘণ্টা দেরিতে মাঠে গড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচটি। মাঠের লড়াই শুরুর আগে রেফারি অ্যান্ডি পাইক্রফটের পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার কাছে ক্ষমা চেয়েছে বলে দাবি করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি করে, ম্যাচ শুরু হওয়ার আগে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিলম্বিত টসের ঠিক আগমুহূর্তে পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চান।
অ্যান্ডি পাইক্রফট ভারত-পাকিস্তান ম্যাচে দুই অধিনায়ককে করমর্দন থেকে বিরত রেখেছিলেন। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। পাইক্রফট ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন। আইসিসি ১৪ সেপ্টেম্বরের ম্যাচে ঘটে যাওয়া আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তদন্ত চালানোর আগ্রহ প্রকাশ করেছে।”
গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় রীতি অনুযায়ী দুই দলের অধিনায়ক নিজেদের মধ্যে করমর্দন করেননি। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটাদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা। এরপর পিসিবি অভিযোগ করে, পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমানকে ভারত অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে হাত মেলাতে মানা করেন।
ঘটনার প্রেক্ষিতে আইসিসির কাছে চিঠি দিয়ে পাইক্রফটকে টুর্নামেন্টের অপসারণের দাবি জানায় পিসিবি। কিন্তু আইসিসির কাছ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় আরব আমিরাতের ম্যাচসহ পাকিস্তান পুরো টুর্নামেন্ট বর্জন করবে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। এমনকি আমিরাত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও বর্জন করে পাকিস্তান।
বুধবার বিকেলে নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে হোটেল ছাড়ার বদলে খেলোয়াড়দের অবস্থান করতে বলা হয়।
এ সময়ে এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভি লাহোরে পিসিবির সাবেক দুই চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম শেঠির সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে দলকে মাঠে যাওয়ার নির্দেশ দেন নকভি।