শিরোনাম
◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

হংকংকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন সুপার ফোরে ওঠার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি লড়াই সবসময়েই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও বেশ কিছু চমক রয়েছে। যদিও শ্রীলঙ্কা পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স কিন্তু বেশ ভালো।

এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২০ বার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা ১২টি ম্যাচে জয় লাভ করেছে, আর বাংলাদেশ ৮টি ম্যাচে জিতেছে। শেষ পাঁচ ম্যাচে, বাংলাদেশ ৪টি জয় পেয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কা মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাওহীদ হৃদয় হংকং ম্যাচে ধীরগতির ব্যাটিং করলেও, তাকে আরেকটি সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রিশাদ হংকংয়ের বিপক্ষে কিছুটা খরুচে বোলিং করলেও, তার ওপর আস্থা রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। কেননা ব্যাট হাতে রিশাদ শেষদিকে দ্রুত রান তোলার সক্ষমতা দেখিয়েছেন যা তাকে বাকিদের তুলনায় এগিয়ে রাখছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে টফি অ্যাপে। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া, টফি লাইভ ডট কম ও স্মার্ট টিভির মাধ্যমে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) ম্যাচটি দেখা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়