শিরোনাম
◈ টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের কর্মীদের ◈ শহীদ মিনারে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ ◈ শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫ ◈ পাসপোর্টে তথ্যগত ভুলে ভোগান্তির শিকার সাধারণ আবেদনকারীরা, প্রতিদিন শত শত সংশোধনের আবেদন ◈ আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল ◈ নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস ◈ নুরের মাথায় আঘাত রয়েছে, নাক ও চোয়ালের হাড় ভেঙেছে: মেডিক্যাল বোর্ড গঠন ভিডিও ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ ◈ ‘অশ্লীল সাইটে’ দেখা গেল ইতালির প্রধানমন্ত্রীকে, অতঃপর...

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা‌কে তলব কর‌লো ভারতীয় বোর্ড, সেপ্টেম্বরের মাঝামাঝি নিশ্চিত হয়ে যাবে ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক : ফিটনেস পরীক্ষা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে রোহিত শর্মাকে। আগামী ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে তলব করা হয়েছে ভারতের এক দিনের দলের অধিনায়ককে। সে দিনই হতে পারে রোহিতের ফিটনেস পরীক্ষা।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, রোহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ওই কর্তা বলেছেন, হ্যাঁ, ১৩ সেপ্টেম্বর রোহিতকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে। 

ওকে দু’-তিন দিন থাকতে হবে। অস্ট্রেলিয়া সফরের আগে বেঙ্গালুরুতে প্রয়োজনীয় প্রস্তুতিও সারতে পারবে রোহিত।’’ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা রয়েছে ভারতের। 

সেই এক দিনের সিরিজ়ে রোহিত এবং বিরাট কোহলি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। উল্লেখ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে এখন দলীপ ট্রফি চলছে। রোহিতকে যখন ডাকা হয়েছে, সেই সময় প্রতিযোগিতার ফাইনাল চলবে। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘দলীপ ট্রফির ফাইনাল হবে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর। সেন্টার অফ এক্সেলেন্সের মূল মাঠে ফাইনাল হবে। একই সময় রোহিতের ফিটনেস পরীক্ষা দিতে সমস্যা হওয়ার কথা নয়। সেন্টার অফ এক্সেলেন্সে একাধিক মাঠ রয়েছে। পর্যাপ্ত পরিকাঠামোও রয়েছে।

রোহিতকে সম্ভবত ব্রঙ্কো পরীক্ষা দিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর নতুন এই ফিটনেস পরীক্ষা শুরু করিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে রোহিতকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। সেই পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ।

গত আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের কথা মাথায় রেখে গত দু’সপ্তাহ ধরে অনুশীলন শুরু করেছেন। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেস ট্রেনিংয়েও। 

ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করছেন ৩৮ বছরের রোহিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়