স্পোর্টস ডেস্ক : ফিটনেস পরীক্ষা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে রোহিত শর্মাকে। আগামী ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে তলব করা হয়েছে ভারতের এক দিনের দলের অধিনায়ককে। সে দিনই হতে পারে রোহিতের ফিটনেস পরীক্ষা।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, রোহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ওই কর্তা বলেছেন, হ্যাঁ, ১৩ সেপ্টেম্বর রোহিতকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে।
ওকে দু’-তিন দিন থাকতে হবে। অস্ট্রেলিয়া সফরের আগে বেঙ্গালুরুতে প্রয়োজনীয় প্রস্তুতিও সারতে পারবে রোহিত।’’ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা রয়েছে ভারতের।
সেই এক দিনের সিরিজ়ে রোহিত এবং বিরাট কোহলি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। উল্লেখ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে এখন দলীপ ট্রফি চলছে। রোহিতকে যখন ডাকা হয়েছে, সেই সময় প্রতিযোগিতার ফাইনাল চলবে। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘দলীপ ট্রফির ফাইনাল হবে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর। সেন্টার অফ এক্সেলেন্সের মূল মাঠে ফাইনাল হবে। একই সময় রোহিতের ফিটনেস পরীক্ষা দিতে সমস্যা হওয়ার কথা নয়। সেন্টার অফ এক্সেলেন্সে একাধিক মাঠ রয়েছে। পর্যাপ্ত পরিকাঠামোও রয়েছে।
রোহিতকে সম্ভবত ব্রঙ্কো পরীক্ষা দিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর নতুন এই ফিটনেস পরীক্ষা শুরু করিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে রোহিতকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। সেই পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ।
গত আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের কথা মাথায় রেখে গত দু’সপ্তাহ ধরে অনুশীলন শুরু করেছেন। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেস ট্রেনিংয়েও।
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করছেন ৩৮ বছরের রোহিত।