স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ম্যাচে বিরোধ থেকে মারামারি, হাতাহাতি হওয়া নিয়মিত ঘটনা। তবে বল করার সুযোগ না পেয়ে অধিনায়ককে গুলি করে হত্যার ঘটনা নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার নয়! এমন কাণ্ডই ঘটেছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে।
গুলিতে নিহত হয়েছেন দুই ভাই। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের চাচা। সপ্তাহ খানেক আগে এই প্রীতি ম্যাচে এই ঘটনা ঘটেছে বলছে গুজরাট পুলিশ।
বল করতে না পেরে দলের অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই ও চাচাকে গুলি করেন এক খেলোয়াড়। -- ডেইলি ক্রিকেট
মাঠেই মারা যান অধিনায়ক ফখর ইকবাল। তার ভাই ও চাচাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চাচা এখনো বেঁচে থাকলেও সোমবার (২৫ আগস্ট) মারা যান ফখরুলের ছোট ভাই।
ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে গুজরাট পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলাও।