শিরোনাম
◈ তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নিতে চাই সিআইডি ◈ ছাত্র-জনতার অবস্থান ফজলুর রহমানের বাসার সামনে, সেনা মোতায়েন ◈ ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ ◈ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আম্পায়ারিং ওয়ার্কশপে অংশ নি‌তে জে‌সি-মুকুলরা এখন শ্রীলঙ্কায় 

নিজস্ব প্রতি‌বেদক : আম্পা‌রিং‌য়ে ধার বাড়া‌তে গে‌ছেন তারা, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন সাথিরা জাকির জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন জেসি। 

তার আগে নিজের জ্ঞান আরেকটু বাড়ানোর সুযোগ পেলেন তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে শ্রীলঙ্কা গেলেন তিনি সহ আরও ৬ আম্পায়ার।

রোববার দুপুরের ফ্লাইটে রাজধানী থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন আইসিসি প্যানেলে থাকা সাত আম্পায়ার। দুই দিনের এই ওয়ার্কশপে যোগ দেবেন ভারত ও শ্রীলঙ্কার আম্পায়াররাও। ওয়ার্কশপের মূল আয়োজক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার এটি হচ্ছে শ্রীলঙ্কায়। ভবিষ্যতে এমন আয়োজন হতে পারে বাংলাদেশেও।

গত বছর আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার সাথিরা জাকির, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু। আর পুরুষদের মধ্যে আন্তর্জাতিক প্যানেলে আছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও মাহবুব আলি খান সুমন।

এই আট জনের মধ্যে সাতজন যোগ দেবেন আইসিসির ওয়ার্কশপে। জার্সিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের খেলা পরিচালনায় ব্যস্ত থাকায় এই ওয়ার্কশপ করা হবে না দেশের অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেলের। 

ওয়ার্কশপ শেষ করে আগামী বুধবার দেশে ফিরবেন জেসি-মুকুলরা। ঢাকায় ফিরেই সিলেটে চলে যাবেন তারা। আসন্ন নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং করার কথা রয়েছে জেসি-মুকুলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়