শিরোনাম
◈ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার ◈ তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নিতে চাই সিআইডি ◈ ছাত্র-জনতার অবস্থান ফজলুর রহমানের বাসার সামনে, সেনা মোতায়েন ◈ ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিকেটার রিঙ্কু সিং‌হের বিয়ের অনুষ্ঠা‌নে নাচবেন ব‌লিউড সুপারস্টার শাহরুখ খান?

স্পোর্টস ডেস্ক : আইপিএলের একটা ম্যাচের পর রিঙ্কু সিংহের বিয়েতে নাচার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার কি সত্যিই রিঙ্কুর বিয়েতে নাচবেন? বলিউড বাদশার জন্য অপেক্ষায় রয়েছেন কেকেআর ব্যাটারও। জানিয়েছেন পরিকল্পনার কথাও।

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালকে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন। সেই ম্যাচের পর উচ্ছ্বসিত শাহরুখ রিঙ্কুকে প্রতিশ্রুতি দেন, তাঁর বিয়েতে যাবেন। বিয়ের অনুষ্ঠানে নাচবেনও। যদিও রিঙ্কুর বাগ‌্‌দানের অনুষ্ঠানে আসতে পারেননি শাহরুখ। -- আনন্দবাজার

একটা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর ব্যাটার বলেছেন, ‘‘বাগ্‌দানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়েছিল। ওঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার জন্য শাহরুখ স্যর আসতে পারেননি। ওঁর সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে বাগ্‌দান অনুষ্ঠানে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর এসেছিলেন।

আপনার বিয়েতে শাহরুখ নাচবেন বলেছিলেন। সেটা কি সত্যিই হবে? এই প্রশ্নের উত্তরে রিঙ্কু বলেছেন, ‘‘বিয়েতেও শাহরুখ স্যরকে আমন্ত্রণ জানিয়েছি। দেখা যাক উনি আসতে পারেন কিনা।

 রিঙ্কু বলতে চেয়েছেন কেকেআর কর্ণধারের উপস্থিতি নির্ভর করবে তাঁর সূচির উপর। কবে বিয়ে করছেন? রিঙ্কু বলেছেন, ‘‘আশা করছি, এ বছরেই বিয়েটা সেরে ফেলব। কয়েক দিন পরই ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে। আমার পরিবারের সকলের ইচ্ছা নভেম্বরে বিয়ের অনুষ্ঠান করার। তবে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। দেখা যাক কখন সকলের সুবিধা হয়।

গত জুন মাসে লখনউয়ে রিঙ্কুর বাগ্‌দান অনুষ্ঠান হয়। তাঁর হবু স্ত্রী প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ। সমাজমাধ্যমে ২০২২ সালে তাঁদের পরিচয়। তা থেকেই প্রেম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়