শিরোনাম
◈ বাহুবলী: দ্য এপিক, ৫ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘতম সিনেমা ◈ দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা ◈ ১১৪ সরকারি হাসপাতালে চালু হচ্ছে চিকিৎসা যন্ত্রপাতির ডিজিটাল পর্যবেক্ষণ ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা ◈ অনলাইন জুয়ার দাপট ঠেকাতে বিল পাস, ভারতে নিষিদ্ধ ৫ অ্যাপ ◈ রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল ◈ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যা বললেন ডিএমপি ◈ যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের স্কুলে গুলি, নিহত ২, আহত ২০ (ভিডিও) ◈ আবারও নেপালকে হারালো বাংলাদেশ, প্রীতির হ্যাটট্রিক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের কেরলে আসছে মে‌সিসহ আ‌র্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক : অবশেষে লিওনেল মেসি কেরল-সফরে আসছেন। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহমান জানিয়ে দেন এলএম ১০-এর ভারতে আসার কথা। কেরলে প্রীতি ম্যাচ খেলবে মেসির-আর্জেন্টিনা। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কারা? সেটা এখনও স্থির হয়নি। তবে কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন একাধিক আন্তর্জাতিক দল মেসিদের বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছে। -- আজকাল

কেরলের ক্রীড়ামন্ত্রী বলেন, ফিফার ক্রমতালিকায় প্রথম পঞ্চাশে থাকা দেশগুলোর মধ্যে থেকে একটি দল আমরা স্থির করব। একাধিক দেশ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার জন্য আবেদন করেছে।

আবদুরহমান জানান, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ২০২৬ সালে ম্যাচটা খেলতে চেয়েছিল। কিন্তু রাজ্য সরকার আর্জেন্টাইন ফুটবল সংস্থার কাছে চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে খেলার জন্য অনুরোধ করে।

ক্রীড়ামন্ত্রী বলেন, ''আর্জেন্টাইন ফুটবল দলকে কেরলে আনার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। বাকি পরিকল্পনাগুলোও করা হচ্ছে। পরবর্তীকালে ভেন্যু আমরা প্রকাশ করব।

কেরলে এসে মেসি খেলবেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেরলের ফুটবলপাগলরা। আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারে অস্ট্রেলিয়া। যদি অজি-বাহিনী খেলে মেসিদের সঙ্গে, তাহলে ২০২২ বিশ্বকাপেরই পুনরাবৃত্তি হবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। কেরলেও কি ফের দেখা যাবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ? কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।

শেষ ল্যাপে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি। তার আগেই অবশ্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হতে পারে মেসির। আপাতত যা ঠিক আছে ১২ ডিসেম্বর ভারতে আসবেন মেসি। পরের দিন কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠান।

সেখান থেকেই রাতে উড়ে যাবেন আমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 

কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। মেসির সঙ্গে দেখা করার জন্য মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। সেখানেই থাকতে পারেন বিরাট কোহলিও। পরের দিন অর্থাৎ ১৫ তারিখ মুম্বই থেকে দিল্লি উড়ে যাবেন মেসি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করবেন এল এম টেন। রয়েছে আরও চমক।

মেসির সঙ্গে এই সফরে আসছেন আরও একঝাঁক তারকা। আসতে পারেন ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, রদ্রিগো দে পলরা। তবে এদের মধ্যে কারা আসবেন তা এখনও নিশ্চিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়