নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণ হচ্ছে। বেসরকারী টিভি চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সিরজ। কিছুদিন আগেও বাংলাদেশ দলের ম্যাচ টিভিতে দেখা যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেসরকারি কোনো টিভি চ্যানেলের আগ্রহ না থাকায় রাষ্টায়ত্ব টিভি চ্যানেল বিটিভি সম্প্রচার করেছিল।
তবে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভালো করায় পরিস্থিতি বদলেছে। বেশ আগ্রহ নিয়েই বাংলাদেশের খেলা সম্প্রচার করছে বেসরকারি টিভিগুলো। তাই আসন্ন নেদারল্যন্ডস সিরিজ সম্প্রচার নিয়েও সংশয় নেই।
এশিয়া কাপে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে আছে বেশ আগ্রহ। টিভি ও অনলাইনে দেখা যাবে নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ।
নেদারল্যান্ডস সিরিজের সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। টিভি পর্দায় টি স্পোর্টসে খেলা দেখার পাশাপাশি অনলাইনেও খেলা সম্প্রচার করবে টি স্পোর্টসের ওয়েবসাইট ও অ্যাপ।