স্পোর্টস ডেস্ক : টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা হয়েছে অম্ল-মধুর। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয়।
এরপর পার্থ স্কোর্চার্চের কাছে বড় ব্যবধানে হার। তবে জয়ে ফিরতে নুরুল হাসান সোহানের দল খুব বেশি সময় নিলো না। নর্দান টেরিটোরি স্ট্রাইককে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। -- ডেইলি ক্রিকেট
ডারউইনে এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে থামে নর্দান টেরিটোরি। বাংলাদেশ পায় ২২ রানের জয়।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জিসান আলম ও নাঈম শেখ। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ১১ বলে ৬ বাউন্ডারিতে ২৫ রান করেছেন নাঈম। জিসানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩০ রান।
আফিফ হোসেন করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ৪০ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রান করে অপরাজিত আছেন তিনি। তবে অধিনায়ক সোহান করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ২৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫ রান করেছেন উইকেট কিপার এ ব্যাটার। ১৩ বলে ২২ রানের ক্যামিও খেলেছেন ইয়াসির আলী রাব্বি।
নর্দান টেরিটোরির হয়ে দুটি উইকেট শিকার করেছেন টম মেঞ্জিস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নর্দান টেরিটোরি। তবে স্রোতের বিপরীতে ব্যাটিং করেছেন কনোর ক্যারোল ও জর্ডান সিল্ক। কিন্তু কনোরের ১০ বলে ৪৩ ও জর্ডানের ৪১ বলে ৪৮ রানের ইনিংস নর্দান টেরিটোরির হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান।